কোরবানির ঈদের ছুটি ১ দিন বাড়ানোর সুপারিশ
কোরবানির ঈদের ছুটি ১ দিন বাড়ানোর সুপারিশ করেছে আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটি। এ ক্ষেত্রে ২৭ জুন ২০২৩ তারিখ থেকে ঈদুল আযহার ছুটি শুরু হবে। নির্ধারিত ৩ দিনের ছুটির সঙ্গে ১ দিন বাড়ালে কোরবানির ঈদের ছুটি হবে ২৭ থেকে ৩০ জুন ২০২৩ পর্যন্ত, অর্থাৎ মঙ্গলবার থেকে শুক্রবার। ১৩ জুন ২০২৩ তারিখে সচিবালয়ে কমিটির বৈঠক থেকে এ সুপারিশ করা হয়েছে।
কোরবানির ঈদ কত তারিখে
২৯ জুন ২০২৩ তারিখে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা (কোরবানির ঈদ) অনুষ্ঠিত হতে পারে। তবে বিষয়টি নির্ভর করছে চাঁদ দেখার ওপর। হিজরি বর্ষপঞ্জি অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদ্যাপিত হয়। এর আগে, চলতি বছরের ঈদুল ফিতরেও এক দিন ছুটি বাড়িয়েছিল সরকার।