গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদন ২০২১
২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদন (২০২১) প্রক্রিয়া ৭ নভেম্বর থেকে শুরু হয়েছে। চলবে ১১ নভেম্বর ২০২১ তারিখ পর্যন্ত।
সম্প্রতি গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। যেসব শিক্ষার্থী তাদের আশানুরূপ ফলাফল পাননি, তারা চাইলে পুনর্নিরীক্ষার আবেদন করে পুনরায় উত্তরপত্র মূল্যায়ন বা রেজাল্ট চ্যালেঞ্জ করতে পারেন।
ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদন ফি ২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইট (https://gstadmission.ac.bd) থেকেই শিক্ষার্থীরা ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবেন। পুনর্নিরীক্ষণের ফলাফল পরবর্তীতে আবেদনকারী শিক্ষার্থীর মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে।
৬ নভেম্বর ২০২১ তারিখে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদনের সময়সীমা ৭ নভেম্বর দুপুর ১২টা থেকে ১১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর ‘এ’ ইউনিট এবং ২৪ অক্টোবর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয় ২০ অক্টোবর আর ‘বি’ ইউনিটের ২৬ অক্টোবর।