ঘরে বসে শিখি রুটিন ২০২১ : ১ম-৫ম শ্রেণির টিভি ক্লাসের রুটিন

প্রাথমিকের ঘরে বসে শিখি রুটিন-২০২১ প্রকাশিত হয়েছে। প্রাথমিক স্কুলের ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘ঘরে বসে শিখি’ সংসদ বাংলাদেশ টেলিভিশনে পাঠ সম্পচারের সময়সূচি (রুটিন) প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এই রুটিনে ১৬ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২১ পর্যন্ত ক্লাসের সময়সূচি নির্ধারণ করা হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানিয়েছে, সংসদ বাংলাদেশ টেলিভিশনে ক্লাস সম্পচারের রুটিন প্রাথমিক স্কুলগুলোতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন করে টেলিভিশনে পাঠদান কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানানো হয়।

প্রকাশিত সময় সূচি অনুযায়ী বিকাল সোয়া ৪টা থেকে বিকাল সোয়া ৫টা পর্যন্ত সংসদ বাংলাদেশে টেলিভিশনে পাঠদান কার্যক্রম পরিচালিত হবে।

১ম-৫ম শ্রেণির টিভি ক্লাসের রুটিন :

gofL7gy