সেনাবাহিনীতে জুনিয়র কমিশন্ড অফিসার নিয়োগ ২০২২ – ওয়ারেন্ট অফিসার পদে চাকরি
বাংলাদেশ সেনাবাহিনীতে জুনিয়র কমিশন্ড অফিসার নিয়োগ (২০২২)-এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাশিক্ষা কোরে জুনিয়র কমিশন্ড অফিসার (ওয়ারেন্ট অফিসার) হিসেবে সরাসরি নিয়োগ দেয়া হবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
সশস্ত্র বাহিনী : | বাংলাদেশ সেনাবাহিনী |
পদের নাম : | পদের নাম : জুনিয়র কমিশন্ড অফিসার |
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ : | ২৯ আগস্ট ২০২২ (বাংলাদেশ প্রতিদিন ও কালের কণ্ঠ) |
প্রার্থীর ধরন : | শুধুমাত্র পুরুষ |
বয়সসীমা : | ২০ থেকে ২৮ বছর (২২ মার্চ ২০২৩ তারিখে) |
আবেদনের তারিখ : | ২৯ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর ২০২২ |
অফিসিয়াল ওয়েবসাইট : | https://joinbangladesharmy.army.mil.bd |
অনলাইনে আবেদনের লিংক : | http://army.teletalk.com.bd |
প্রার্থীর যোগ্যতা
- শিক্ষাগত যোগ্যতা : বিএ/বিএসসি/বিকম/স্নাতক/সমমান পাস।
- বৈবাহিক অবস্থা : অবিবাহিত
- সাঁতার : সাঁতার জানা অত্যাবশ্যক
শারীরিক যোগ্যতা
- উচ্চতা ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
- ওজন ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)
- বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)
- প্রসারণ অবস্থায় ০.৮১ মিটার (৩২ ইঞ্চি) থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীদের সরকার নির্ধারিত বেতন স্কেলে বেতন-ভাতা, বিনামূল্যে আহার ও বাসস্থানসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
প্রাথমিক নির্বাচনী পরীক্ষার স্থান
নির্ধারিত তারিখে প্রাথমিক বাছাই পরীক্ষা হবে বগুড়া সেনানিবাস, শহীদ সালাহউদ্দিন সেনানিবাস (ঘাটাইল), চট্টগ্রাম সেনানিবাস, কুমিল্লা সেনানিবাস, যশোর সেনানিবাস, রংপুর সেনানিবাস ও ঢাকা সেনানিবাস।
লিখিত পরীক্ষার বিষয়
আর্মির জুনিয়র কমিশন্ড অফিসার নিয়োগের প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা হবে ২ ডিসেম্বর ২০২২ তারিখ সকাল ৯টায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে। স্থান : শহীদ রমিজ উদ্দীন ক্যান্টনম্যান্ট কলেজ, ঢাকা সেনানিবাস।
army.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের ধাপ
বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির আবেদন করতে হবে http://army.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে।
- সর্বপ্রথমে https://army.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
- আপনার যাবতীয় তথ্য প্রদান করে আবেদন ফরমটি পূরণ করুন।
- এবার টেলিটক প্রিপেইড সিম থেকে ওয়েবসাইটে প্রদত্ত ইন্সট্রাকশন অনুযায়ী আবেদন ফি বাবদ ৫০০ টাকা প্রদান করুন।
- আবেদন ফি জমা দেওয়া হলে প্রার্থী একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবে।
- উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইটে লগইন করতে হবে এবং নির্বাচনী পরীক্ষার জন্য প্রবেশপত্র ডাউনলোড এবং প্রিন্ট করতে হবে।
এই পদ্ধতি অনুসরণের মাধ্যমে সকল প্রার্থীগণ সেনাবাহিনী জুনিয়র কমিশন্ড অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর জন্য আবেদন সম্পন্ন করতে পারবেন।
- আবেদনের সময়সীমা : ২৯ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর ২০২২
- অনলাইনে আবেদনের লিংক : http://army.teletalk.com.bd
SMS এর মাধ্যমে ফি জমা দেয়ার নিয়ম
- 1st SMS: JCOUSER ID & Send to 16222
Example: JCO BNPQMG Send to 16222
Reply: Congrats applicants addressing Name allotting a personal identification number (PIN)
informing amount of fee to deposit.
- 2nd SMS: JCOYESPIN & Send to 16222
Example: JCO YES 33489234 Send to 16222
Reply: Confirms applicant of fee submission and allot a USER ID & PASSWORD unique to
every applicant.
Army junior commissioned officer job circular 2022
Army junior officer job application instructions 2022 pdf download link : http://army.teletalk.com.bd/doc/instructions.pdf
আর্মি নিয়োগ সংক্রান্ত প্রার্থীদের সচরাচর প্রশ্ন
প্রাথমিক বাছাই পরীক্ষা কোথায় হবে?
নির্ধারিত তারিখে প্রাথমিক বাছাই পরীক্ষা হবে বগুড়া সেনানিবাস, শহীদ সালাহউদ্দিন সেনানিবাস (ঘাটাইল), চট্টগ্রাম সেনানিবাস, কুমিল্লা সেনানিবাস, যশোর সেনানিবাস, রংপুর সেনানিবাস ও ঢাকা সেনানিবাস।
জুনিয়র কমিশন্ড অফিসার নিয়োগ পরীক্ষা হবে কোন কোন বিষয়ে?
আর্মির জুনিয়র কমিশন্ড অফিসার নিয়োগের প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা হবে ২ ডিসেম্বর ২০২২ তারিখ সকাল ৯টায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে। স্থান : শহীদ রমিজ উদ্দীন ক্যান্টনম্যান্ট কলেজ, ঢাকা সেনানিবাস।