জেএসসি-জেডিসি পরীক্ষা বাতিল, মূল্যায়নের মাধ্যমে নবমে
২০২০ সালের অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষা বাতিল করা হয়েছে। ২৭ আগস্ট ২০২০ (বৃহস্পতিবার) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
১ সেপ্টেম্বর ২০২০ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জেএসসি ও জেডিসি পরীক্ষার পরিবর্তে স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উন্নীত করা হবে।
আগে এই পরীক্ষা বাতিলের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরকারের উচ্চপর্যায়ে প্রস্তাব পাঠানো হয়েছিল । জেএসসি-জেডিসিতে চলতি বছর মোট পরীক্ষার্থী প্রায় ২৫ লাখ।
সম্প্রতি পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষাও বাতিল করা হয়েছে। এই পরীক্ষার পরিবর্তে স্ব স্ব স্কুলে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের এক ভার্চুয়াল সভায় এইচএসসি পরীক্ষা সম্পর্কে নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় পরীক্ষা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এছাড়া, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে মাধ্যমিক পর্যায়ে এক ক্লাস থেকে আরেক ক্লাসে ওঠার জন্য পরীক্ষার বিকল্প পদ্ধতি কী হতে পারে, সে বিষয়ে একটি প্রস্তাব তৈরি করে পরবর্তী সভায় উপস্থাপন করতে ঢাকা শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।