সরকারি ডিপ্লোমা প্রতিষ্ঠানে ভর্তির নোটিশ-২০২০
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানে ডিপ্লোমা কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আওতাধীন সরকারি পলিটেকনিক/টিএসসি/ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি ও অন্যান্য সরকারি ডিপ্লোমা (কৃষি, টেক্সটাইল, ফিসারিজ, ফরেস্টি ও লাইভস্টক) প্রতিষ্ঠানের ক্ষেত্রে মূল নম্বরপত্র, ছবি (৩ কপি), প্রশংসাপত্র (ফটোকপি) জমা প্রদান সাপেক্ষে ২৩ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখের মধ্যে প্রাতিষ্ঠানিক ভর্তি সম্পন্ন করতে হবে।
কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন প্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থী প্রতি ৭০৫ টাকা আদায় করতে পারবে এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ভর্তি ফি সংশ্লিষ্ট অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক নির্ধারিত হবে।
২৩ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে স্ব-শরীরে ভর্তি না হলে অনলাইন ভর্তি বাতিল বলে গণ্য হবে। আসন শুন্য থাকা সাপেক্ষে ১ অক্টোবর থেকে ১০ অক্টোবর ২০২০ তারিখের মধ্যে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করা হবে।
* সরকারি ডিপ্লোমা প্রতিষ্ঠানে ভর্তির নোটিশ-২০২০ :