ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের রেজাল্ট ২০২২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের রেজাল্ট (২০২২) প্রকাশিত হয়েছে। ঢাবির কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল ২৭ জুন দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।
- বিশ্ববিদ্যালয় : ঢাকা বিশ্ববিদ্যালয়
- শিক্ষাবর্ষ : ২০২১-২০২২
- ইউনিট : খ
- মোট পরীক্ষার্থী : ৫৬,৯৭২ জন
- মোট উত্তীর্ণ : ৫,৬২২ জন
- মোট আসন : ১,৭৮৮টি
- পাসের হার : ৯.৮৭ শতাংশ
চলতি বছর খ-ইউনিটে আবেদন করেছিলেন ৫৮,৫৭৩ জন। এরমধ্যে অংশগ্রহণ করেছেন ৫৬,৯৭২ শিক্ষার্থী। পাস করেছেন মাত্র ৫,৬২২ জন। যা মোট শিক্ষার্থীর ৯.৮৭ শতাংশ। বাকি ৯০.১৩ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।
কলা অনুষদভুক্ত এই ইউনিটে গতবার পাসের হার ছিল ১৬.৮৮ শতাংশ। এবার এই ইউনিটের মাধ্যমে ১,৭৮৮ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।
এর আগে, ৪ জুন খ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের ৭টি বিভাগে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের অধীন কলা, সামাজিক বিজ্ঞান, আইন, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এবং জীববিজ্ঞান অনুষদ। এ ছাড়া সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে ৪৪টি বিভাগ রয়েছে।
ঢাবি খ ইউনিটের ফলাফল পাওয়া যাবে এই ওয়েবসাইটে : https://admission.eis.du.ac.bd