শিক্ষা বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ২৬ ডিসেম্বর থেকে শুরু

২৬ ডিসেম্বর ২০২০ তারিখ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। করোনার কারণে গত মার্চ থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ আছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানিয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর ২০২০) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক ভার্চুয়াল সভায় উপাচার্য মো. আখতারুজ্জামানের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, সব ঠিক থাকলে চলতি বছরেই ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্নাতক শেষ হওয়ার কথা ছিল। অবশেষে শঙ্কা কাটলো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়
অগ্রাধিকার ভিত্তিতে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ২৬ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগ-ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট পরীক্ষার সময়সূচি জানতে পারবেন। শিক্ষার্থীদের সুবিধার্থে প্রয়োজনে পরীক্ষাগুলো তুলনামূলক কম বিরতিতে বা একই দিনে দুটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়কাল হবে বিদ্যমান নির্ধারিত সময়ের অর্ধেক। একইভাবে ল্যাবকেন্দ্রিক ব্যবহারিক পরীক্ষাগুলোও নেওয়া হবে।

বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের আবাসিক সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে না বলে সংশ্লিষ্ট বিভাগ-ইনস্টিটিউট নিজ নিজ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ ও উপস্থিতি নিশ্চিত করে বিভিন্ন পরীক্ষা নেবে। শিক্ষার্থীদের ইনকোর্স-মিডটার্ম ও টিউটোরিয়াল পরীক্ষা অনলাইনে অ্যাসাইনমেন্ট, মৌখিক বা টেকহোম পদ্ধতিতে নেওয়া হবে৷

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।