দুদক সহকারী পরিচালক নিয়োগ : প্রিলি পরীক্ষার সাজেশন

দুর্নীতি দমন কমিশনে (দুদক) সহকারী পরিচালক নিয়োগ-এর প্রিলিমিনারি পরীক্ষার সাজেশন এখানে তুলে ধরা হয়েছে। কী কী পড়তে হবে- সেগুলো এখানে বিষয়ভিত্তিক আকারে গুরুত্বপূর্ণ টপিকগুলো দেওয়া হয়েছে।

প্রিলিমিনারি পরীক্ষার সময় : ১ ঘন্টা, পূর্ণমান ১০০, প্রশ্ন থাকবে ১০০টি।

প্রশ্নের মানবণ্টন : বাংলা ২০ + ইংলিশ ২০+ গনিত ১০ + বিজ্ঞান ও কম্পিউটার (১০)+ চলতি ঘটনাবলী ও বাংলাদেশ ও আন্তর্জাতিক জ্ঞান (৪০)

বাংলা >>
ব্যাকরণ :
★ ব্যাকরণ মুগস্ত অংশঃ এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, শব্দের শ্রেণিবিভাগ, বানান,বাগধারা।
★ ব্যাকরণ বুঝার অংশঃ সমাস, বচন, ধ্বনি,বর্ণ,শব্দ, কারক, ছেদ চিহ্ন, ধ্বনি বিপর্যয়, সন্ধি ।
বাংলা সাহিত্য :
★ ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক সকল সাহিত্যকর্ম পড়বেন।
★ গুরুত্বপূর্ণ লেখকের বিভিন্ন উক্তি / কবিতার লাইন পড়বেন।
★ গুরুত্বপূর্ণ লেখকের ছদ্ম নাম / গ্রন্থের নাম
★ যেসকল লেখকের গুরুত্বপূর্ণ লেখকের জীবনী ও সাহিত্যকর্ম পড়বেন- কাজী নজ্রুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবননান্দ দাস, জসিমউদ্দিন, মাইকেল মধুসুধন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র গুপ্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শামসুল হক
আশা করছি এসব লেখকের বাহিরে আসবে না।
★ শেষে একবার বাংলাসা‌হি‌ত্যের মধ্যযুগ দেখে নিবেন ।
বাজারের যে কোন বইয়ে উপরের অংশটুকু দেখে নিবেন। (বোর্ড বই, জর্জ এর MP3, অগ্রদূত বাংলা ইত্যাদি বই দেখতে পারেন )
বাংলা বিষয় অনেক গুরুত্বপূর্ণ তথ্য এ সপ্তাহে ইমেজ আকারে দেব যা আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। শুধুমাত্র দুদক এর সহকারি পরিচালক প্রিলিমিনারি জন্য।

English >>
★ Parts of speech Identification.( Noun / Pronoun / Adjective / verb / Adverb) (vvi)
★ Parts of speech Change.
★ Noun / Pronoun / Adjective classification.(vvi)
★ Gerund / Participles
★ Subject verb Agreement
★ Right from of the verb.( to be verb, vvi)
★ Preposition ( to / for / of / by / from / on / with / at )(vvi)
★ Spelling (Only BCS previous Question)
★ One word substitution
★ Synonym (Only BCS previous Question)
★ Antonym (Only BCS previous Question)
★ Sentence Identification

English Literacy part শুধু বিসিএস এর প্রিভিয়াস প্রশ্ন দেখবেন বিশেষকরে গুরুত্বপূর্ণ বই এর লেখকের নাম আর কে কিসের কবি।
বাজারের যে কোন বইয়ে উপরের অংশটুকু দেখে নিবেন। ( Masters / English for Competitive exam / Applied English Grammar ) English এর অনেক গুরুত্বপূর্ণ তথ্য এ সপ্তাহে ইমেজ আকারে দেব, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। শুধুমাত্র দুদক এর সহকারি পরিচালক প্রিলিমিনারি জন্য।

গনিত >>
যারা গনিতে দুর্বল তাদের কোন চিন্তার কারন নেই। সাধারণ গনিত আসবে আশা করি যা সবাই ফুল মার্ক তুলতে পারবেন।
★ জামিতি ( কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত এর সংজ্ঞা ও সাধারণ শর্ত ( ইমেজ দিয়ে দেব )
★ এস আই পদ্ধতির বিভিন্ন একক। ( ইমেজ দিয়ে দেব )
★ ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ সংক্রান্ত সমস্যা
★ ধারা বা পাটান
★ সূচক ও লগ
★ দশমিক এর যোগ, বিয়োগ, গুণ, ভাগ সংক্রান্ত সমস্যা
★বর্গমূল সংক্রান্ত
★ সাধারণ সমীকরণ সমাধান

বিজ্ঞান ও কম্পিউটার >>
বিজ্ঞান থেকে ৫-৮ টা + কম্পিউটার থেকে ৩/৫ টা প্রশ্ন আসতে পারে।স্বল্প সময়ে কিছু পড়ার না থাকলে বিসিএস প্রিভিয়াস প্রশ্ন পড়েন আরও হাতে সময় থাকলে যে কোন ডাইজেস্ট পড়তে পারেন।
সাম্প্রতিক বিজ্ঞান দেখে যাবেন যেমন ইবলা,জিকা,মারস, ওয়েস্ট নাইল,লাসা, কোরনা ভাইরাস এর নতুন নাম (COVIT), প্রতিশোধক এর নাম, বিজ্ঞানের নোবেল প্রাপ্তদের নাম ইত্যাদি


সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক জ্ঞান >>
প্রথমেই বিসিএস এর বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রিভিয়াস প্রশ্ন দেখবেন তারপর সাম্প্রতিক যা দেখবেনঃ
★ দুদক এর ইতিহাস , বাংলাদেশের এ দুদক এর কার্যক্রম,
বর্তমান চেয়ারম্যান এর নাম।
★ বাংলা একাডেমি + বাংলা ভাষার ইতিহাস + ২১ শে ফেব্রুয়ারি + ২১ শে পদক (প্রতিষ্ঠান(vvi))
★ মুক্তিযুদ্ধ সম্পূর্ণ বিষয়+মুক্তিযুদ্ধ পুরস্কার (প্রতিষ্ঠান(vvi)২০২০
★ মুজিব বর্ষ +শেখ মুজিবের লেখা বইসমুহ + জাতিসংঘে শেখ মুজিব এর বাংলা ভাষণ+ শেখ মুজিবকে নিয়ে যারা যারা বই লিখেছেন সব কিছুই পড়বেন। শেখ মুজিব এর সকল তথ্য পড়ে নিবেন।
★ ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য এর নাম ও স্থাপতি
★ নোবেল, ভাষা আন্দোলনের, স্বাধীনতার পুরস্কার প্রাপ্তদের নাম।
★ সিটি কর্পোরেশন (ঢাকা/ চট্টগ্রাম) ইতিহাস
★ মেগা প্রজেক্ট, ডেল্টা প্লান,চতুর্থ শিল্পবিপ্লব,বাংলাদেশের অর্থনীতি, অগ্রগতি, ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, মাথাপিছু আয়, জিডিপি, বিদেশি বিনিয়োগ, অর্থনৈতিক সমীক্ষা, আওয়ামীলীগের অগ্রযাত্রার ১১ বছর, অর্থনৈতিক সূচক, বৃহৎ খাত, দারিদ্র্য প্রসঙ্গ, এলডিসি-২০৩০, Vision 2041, , এসডিজি, মুদ্রা ব্যবস্থা, সাম্প্রতিক রিপোর্টে বাংলাদেশ, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ, ব্যাংকিং ইত্যাদি
★ বৈশ্বিক প্রেক্ষাপটে বিভিন্ন সূচক, দুর্নীতির সাম্প্রতিক সূচক (vvi)
★ খেলাধুলা অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেট-২০২০
★ বেক্সিট, NRC, ভারতের নির্বাচন, রোহিঙ্গা ইস্যু, গাম্বিয়া বৃত্তান্ত, মিয়ানমার, বিশ্ব বানিজ্য ,ইরান সংকট
★ বিভিন্ন দেশের তদন্ত সংস্থার নাম
★ বিভিন্ন দেশের মুদ্রার নাম
★ বাংলাদেশ ভারত বিভিন্ন চুক্তি ,সমুদ্র, সীমান্ত চুক্তি ইত্যাদি

বাংলাদেশ , আন্তর্জাতিক এবং সাম্প্রতিক জ্ঞান এর উপর একটি পিডিএফ ২৫ তারিখ রাতে দিয়ে দেব যা ২৫ শে ফেবুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত আপডেট থাকবে যা দুদক-MCQ-1 নামে দেয়া থাকবে। তবে কারও পিডিএফ পড়তে সমস্যা হলে তারা সফট কপি হিসেবে ৪/৫ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স অথবা " আলাল'স সাম্প্র‌তিক (বি‌শেষ সংখ্যা) For দুদক-ad, ব্যাংক নি‌য়োগ " বইটি পড়তে পারেন। আলাল'স সাম্প্র‌তিক বইটি আমার কাছে ভাল লেগেছে।
তবে মনে রাখবেন, সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক জ্ঞান অংশ এখানেই শেষ না এর উপর লিখিত প্রশ্নেও মার্ক আছে। সুতরাং এ অংশ গুরুত্ব সহকারে পড়বেন যা লিখিত প্রশ্নেও কাজে দিবে ১০০%।

[ ক্রেডিট : সুমন, ফেসবুক থেকে সংগৃহীত ]

Rate This Article

How would you rate this article?

Edu Daily 24
Edu Daily 24 Senior Reporter

Experienced writer with deep knowledge in their field.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.