নতুন বই বিতরণ শুরু


এডু ডেইলি ২৪ জানুয়ারি ১, ২০২১, ৮:২৮ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩২ অপরাহ্ন
নতুন বই বিতরণ শুরু

২০২১ সালের প্রথম দিন অর্থাৎ বছরের শুরুতেই বিনামূল্যে নতুন বই বিতরণ শুরু করেছে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলো। করোনার কারণে অন্যান্য বছরের মতো এ বছর একই দিন সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হয়নি। ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ধাপে ধাপে ১২ দিনে পর্যায়ক্রমে সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হবে।

প্রতি বছর জানুয়ারির ১ তারিখে দেশব্যাপী বই উৎসব অনুষ্ঠিত হয়। করোনার কারণে বই উৎসবের আনুষ্ঠানিকতা ও গণ উপস্থিতি বর্জন করা হয়েছে।

৩১ ডিসেম্বর ২০২০ (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে বই উৎসব উদ্বোধন করেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের বই তুলে দেওয়া হয়। আজ শুক্রবার সকাল থেকে সব বিদ্যালয়ে বই বিতরণ শুরু হয়।

১ জানুয়ারি ২০২১ (শুক্রবার) সকাল থেকে রাজধানীসহ সারাদেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। যেসব শিক্ষার্থীরা প্রথম দিন নতুন বই পায়নি, তাদেরকে ধাপে ধাপে পর্যায়ক্রমে নতুন বই দেওয়া হবে।

Rate this post

Leave a Reply

BD Results App