বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নিয়োগ ২০২৩ সার্কুলার [B-2023]
বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নিয়োগ ২০২৩ সার্কুলার [B-2023] প্রকাশিত হয়েছে। ৩ মার্চ ২০২৩ তারিখে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী (Bangladesh Navy)। বেদন করতে হবে অনলাইনে (joinnavy.navy.mil.bd) ১ মার্চ থেকে ২৫ মার্চ ২০২৩ তারিখের মধ্যে। শুধু পুরুষ প্রার্থীরাই নাবিক ও এমওডিসি পদে (বি-২০২৩ ব্যাচ) আবেদনের সুযোগ পাবেন।
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২৩
প্রতিষ্ঠান / বাহিনী | বাংলাদেশ নৌবাহিনী (Bangladesh Navy) |
পদের নাম | নাবিক ও এমওডিসি (নৌ) |
শাখা | ডিই/ইউসি, মেডিকেল, পেট্রোলম্যান, রাইটার, স্টোর ও এমওডিসি (নৌ), কুক ও স্টুয়ার্ড, টোপাস |
বয়স | ১৭-২২ বছর |
আবেদনের শেষ তারিখ | ২৫ মার্চ ২০২৩ |
আবেদনের লিংক | https://joinnavy.navy.mil.bd |
নাবিক ও এমওডিসি নিয়োগ যোগ্যতা
- ১. ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) শাখা : এসএসসি/সমমান , বিজ্ঞান বিভাগে ৩. ৫০ (ন্যূনতম)। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিত থাকলে এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইন্সস্টিটিউট থেকে এ-গ্রেড থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
- ২. মেডিকেল শাখা : জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/সমমান – জিপিএ ৩.৫ (ন্যূনতম)।
- ৩. পেট্রোলম্যান, রাইটার, স্টোর ও এমওডিসি (নৌ) : এসএসসি/সমমান জিপিএ-৩.০ (ন্যূনতম)।
- ৪. কুক ও স্টুয়ার্ড শাখা : এসএসসি/সমমান জিপিএ ২.৫ (ন্যূনতম)।
- ৫. টোপাস : ৮ম শ্রেণি পাস।
শারীরিক যোগ্যতা
- সিম্যান এর ক্ষেত্রে উচ্চতা ৫-৬ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন – বয়স ও উচ্চতা অনুযায়ী (BMI)।
- পেট্রোলম্যান এর ক্ষেত্রে উচ্চতা ৫-৮ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন – বয়স ও উচ্চতা অনুযায়ী (BMI)।
- অন্যান্য শাখার ক্ষেত্রে (কমিউনিকেশন ও টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টোপাস উচ্চতা ৫-৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন – বয়স ও উচ্চতা অনুযায়ী (BMI)।
- এমওডিসি (নৌ) – উচ্চতা ৫-৬ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন – বয়স ও উচ্চতা অনুযায়ী (BMI)।
প্রার্থীর বয়স ও অন্যান্য যোগ্যতা
- বয়সসীমা ১৭-২২ বছর (১ জুলাই ২০২৩ তারিখ অনুযায়ী)
- সাঁতার জানা বাধ্যতামূলক।
- অবিবাহিত হতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র ও সনদ
প্রার্থীদের উল্লিখিত কাগজপত্রসহ নিজ জেলার নির্ধারিত বাছাই কেন্দ্র/ভর্তি কেন্দ্রে নির্ধারিত তারিখে (বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে) উপস্থিত থাকতে হবে। সকল কাগজপত্র সঠিক হলে আপনাকে প্রাথমিকভাবে নির্বাচন করা হবে।
- শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রশংসাপত্র, মূল মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড এবং এডমিট কার্ড।
- জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র।
- জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি।
- পিতার জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি।
- অভিভাবকের সম্মতিপত্র।
- প্রার্থীর ১৫ কপি, বাবার ১ কপি এবং মাতার ১ কপি রঙ্গিন ছবি। (সত্যায়িত)
বেতন ও অন্যান্য সুবিধা
- সশস্র বাহিনীর বেতন অনুযায়ী বেতনক্রম অনুযায়ী মাসিক বেতন ও অন্যান্য ভাতা এবং সরকারি অন্যান্য সুবিধা প্রদান করা হবে নিয়োগপ্রাপ্তদের।
- বিনামূল্যে পোষাক, থাকা, খাওয়া এবং চিকিৎসার সুবিধা।
- স্বল্প মূল্যে পরিবারের জন্য রেশন কেনার সুবিধা।
- অবসর গ্রহণ করলে অবসর ভাতা।
- যোগ্যতার ভিত্তিতে পদন্নোতির সুযোগ।
- চাকুরীরত অবস্থায় আহত বা নিহত হলে আপনার পরিবার বিভিন্ন ধরণের আর্থিক সুবিধা ভোগ করতে পারবে।
- বিদেশে বাংলাদেশ দূতাবাসে নিয়োগ প্রাপ্তির সুযোগ।
প্রার্থী বাছাই পরীক্ষা পদ্ধতি ও ধাপ
৪টি ধাপে প্রার্থী বাছাই করা হবে :
- প্রাথমিক নির্বাচন।
- লিখিত পরীক্ষা।
- চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা।
- মৌখিক পরীক্ষা।
লিখিত পরীক্ষার বিষয়
প্রার্থী বাছাইয়ের ২য় ধাপে হওয়া লিখিত পরীক্ষা হবে ৪টি বিষয়ের উপর :
- বাংলা
- গণিত
- বিজ্ঞান
- সাধারণ জ্ঞান
নাবিক ও এমওডিসি পদে আবেদন অনলাইনে
- বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট https://joinnavy.navy.mil.bd এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২৫ মার্চ ২০২৩।
বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নিয়োগ ২০২৩ সার্কুলার [B-2023] / বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
Bangladesh Navy sailor & MODC job circular 2023 (B-2023 Batch)
Bangladesh navy sailior job circular 2022 pdf download link : https://joinnavy.navy.mil.bd/pdf/Nabik_Adv_B_23_Final.pdf
Advertisement source : Bangladesh Pratidin, 3-3-2023
নাবিক পদের ধারা ও শাখা
ক্রম এবং শাখা | সীম্যান | কমিউনিকেশন | মেকানিক্যাল | সেক্রেটারিয়েট | সাপ্লাই | ইলেক্ট্রিক্যাল | রেডিও ইলেক্ট্রিক্যাল | অর্ডন্যান্স | রেগুলেটিং | মেডিকেল |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
০১ | অর্ডিনারী সিম্যান | আরও (জি) -২ | এমই – ২ | রাইটার – ২ | এসএ – ২ | ইএন – ২ | আরইএন – ২ | ইএন – ২(অর্ড) | পিএম – ২ | এমএ – ২ |
০২ | এ্যাবল সীম্যান | আরও (জি) -১ | এমই – ১ | রাইটার – ১ | এসএ – ১ | ইএন – ১ | আরইএন – ১ | ইএন – ১(অর্ড) | পিএম – ১ | এমএ – ১ |
০৩ | লিডিং সীম্যান | এলআরও (জি) | এলএমই | লিডিং রাইটার | এলএসএ | এলইএন | এলআরইএন | এলইএন(অর্ড) | এলপিএম | এলএমএ |
০৪ | পেটি অফিসার | পিওআরএস (জি) | ইআরএ-৪ | পিও (ডব্লিউ) | পিও (এস) | ইএ – ৪ | আরইএ – ৪ | ওএ – ৪ | পিও (আর) | পিও (মেড) |
০৫ | চীফ পেটি অফিসার | সিআরএস (জি) | ইআরএ – ১/২/৩ | সিপিও (ডব্লিউ) | সিপিও (এস) | ইএ – ১/২/৩ | আরইএ – ১/২/৩ | ওএ – ১/২/৩ | সিপিও (রেগ) | সিপিও (মেড) |
০৬ | সিনিয়র চীফ পেটি অফিসার | এসসিপিও (কম) | এসসিপিও (ই) | এসসিপিও (ডব্লিউ) | এসসিপিও (এস) | এসসিপিও (এল) | এসসিপিও (আর) | এসসিপিও (ওই) | এসসিপিও (রেগ) | এসসিপিও (মেড) |
০৭ | মাস্টার চীফ পেটি অফিসার | এমসিপিও (কম) | এমসিপিও (ই) | এমসিপিও (এস) | এমসিপিও (এস) | এমসিপিও (এল)/সিইএ | এমসিপিও (আর)/সিআরইএ | এমসিপিও (ওই)/সিওএ | এমসিপিও (রেগ) | এমসিপিও (মেড) |
০৮ | অনারারী সাব লেফটেন্যান্ট (এক্স) | অনারারী সাব লেঃ (কম) | অনারারী সাব লেঃ (ই) | অনারারী সাব লেঃ (এস) | অনারারী সাব লেঃ (এস) | অনারারী সাব লেঃ (এল) | অনারারী সাব লেঃ (আর) | অনারারী সাব লেঃ (ওই) | অনারারী সাব লেঃ (রেগ) | অনারারী সাব লেঃ (ডব্লিউ/এম) |
০৯ | অনারারী লেফটেন্যান্ট (এক্স) | অনাঃ লেঃ (কম) | অনাঃ লেঃ (ই) | অনাঃ লেঃ (এস) | অনাঃ লেঃ (এস) | অনাঃ লেঃ (এল) | অনাঃ লেঃ (আর) | অনাঃ লেঃ (ওই) | অনাঃ লেঃ (রেগ) | অনাঃ লেঃ (ডব্লিউ/এম) |
সর্বশেষ সংবাদ
- ভূমি উন্নয়ন কর পরিশোধের নিয়ম
- ই-নামজারি আবেদন ফরম, সর্বশেষ অবস্থা, খতিয়ান যাচাই ও নির্দেশিকা
- স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ
- পুরান ঢাকার বিখ্যাত খাবার হোটেল ও মেন্যু
- ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতি, করণীয় ও দরকারি তথ্য
>> সরকারি-বেসরকারি, সামরিক বাহিনী, ব্যাংক, এনজিও ও অন্যান্য প্রতিষ্ঠানের সাম্প্রতিক চাকরির বিজ্ঞপ্তি ও দরকারি তথ্য পেতে এই লিংকে ক্লিক করুন : https://edudaily24.com/chakri