১৩ এপ্রিল ২০১৪ তারিখ কয়েকটি দৈনিক পত্রিকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের খবর প্রকাশিত হয়। এ ব্যাপারে বক্তব্য দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ণ, সিকিউরিটি প্রেসে মুদ্রণ এবং প্রশাসনের মাধ্যমে বিতরণের কাজটি নিছিদ্র নিরাপত্তার মধ্যে সম্পন্ন করা হয়। এ ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই।
’প্রশ্নপত্র ফাঁসের খবর বিভ্রান্তিকর’ মন্তব্য করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এরপরও পরীক্ষার আগে কেউ প্রশ্নপত্র পেয়েছেন, এমন তথ্য থাকলে ঐ প্রশ্নপত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠানোর অনুরোধ করা গেল।’
প্রশ্ন ফাঁসের ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বক্তব্য
Follow Us on Google News!
Stay updated with our latest news and articles directly from Google News.
Follow on Google News