নতুন প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ ফলাফল দেখার নিয়ম (সংশোধিত রেজাল্ট ২০২৩) > Primary scholarship result 2023 pdf

নতুন প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ ফলাফল দেখার নিয়ম (সংশোধিত রেজাল্ট ২০২৩) >> দেশের সব জেলার প্রাথমিক বৃত্তির ফলাফল ২০২৩ (পরীক্ষা ২০২২) >> ২০২২ সালের ৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৩ pdf [Primary scholarship result 2023 pdf] ২৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে প্রথমে প্রকাশিত হয়েছিল। কিন্তু এর পরই এই ফলাফল কারিগরি ক্রুটির কারণে স্থগিত করা হয়। নতুন সংশোধিত ফলাফল ১ মার্চ ২০২৩ (বুধবার) রাতে প্রকাশ করা হয়েছে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরীক্ষার খাতা মূল্যায়ণের কাজ শেষ হয়েছে, ফলাফলও প্রস্তুত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীদের সংখ্যা বেশি হওয়ায় ফলাফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করতে এ বছর কিছুটা সময় লেগেছে। ১ মার্চ ২০২৩ তারিখ অনলাইনে (http://www.dpe.gov.bd) সারা বাংলাদেশের সব বিভাগের সব জেলা ও উপজেলার (থানা) ফলাফল (pdf) দেখা যাবে।

Table of Contents

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২

পরীক্ষা :প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২
পরীক্ষার বিষয় :বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান
মোট নম্বর :১০০ নম্বর
পরীক্ষার সময়কাল২ ঘণ্টা (১০টা থেকে ১২টা)
পরীক্ষার তারিখ :৩০ ডিসেম্বর ২০২২
পরীক্ষার ফলাফল প্রকাশ :২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৩
ওয়েবসাইট :http://www.dpe.gov.bd
রেজাল্ট লিংকDirect Link > Click
Primary scholarship exam 2022

বাংলাদেশের বিভাগ ও জেলা ভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ ফলাফল > নতুন সংশোধিত ২০২৩

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল (ঢাকা বিভাগ)

pdf গোপালগঞ্জ
pdf শরীয়তপুর
pdf মাদারীপুর
pdf ফরিদপুর
pdf রাজবাড়ী
pdf মুন্সীগঞ্জ
pdf নারায়ণগঞ্জ
pdf ঢাকা
pdf মানিকগঞ্জ
pdf নরসিংদী
pdf গাজীপুর
pdf টাংগাইল
pdf কিশোরগঞ্জ

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর ফলাফল (রাজশাহী বিভাগ)

pdf পাবনা
pdf সিরাজগঞ্জ
pdf নাটোর
pdf রাজশাহী
pdf চাঁপাইনবাবগঞ্জ
pdf নওগাঁ
pdf বগুড়া
pdf জয়পুরহাট

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল (খুলনা বিভাগ)

pdf বাগেরহাট
pdf খুলনা
pdf সাতক্ষীরা
pdf নড়াইল
pdf যশোর
pdf মাগুরা
pdf ঝিনাইদহ
pdf চূয়াডাঙ্গা
pdf মেহেরপুর
pdf কুষ্টিয়া

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল (চট্টগ্রাম বিভাগ)

pdf বান্দরবান
pdf রাঙ্গামাটি
pdf খাগড়াছড়ি
pdf কক্সবাজার
pdf চট্টগ্রাম
pdf ফেনী
pdf নোয়াখালী
pdf লক্ষীপুর
pdf চাঁদপুর
pdf কুমিল্লা
pdf বাহ্মনবাড়িয়া

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল (বরিশাল বিভাগ)

pdf ভোলা
pdf পটুয়াখালী
pdf বরগুনা
pdf ঝালকাঠি
pdf পিরোজপুর
pdf বরিশাল

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল (সিলেট বিভাগ)

pdf মৌলভীবাজার
pdf হবিগঞ্জ
pdf সিলেট
pdf সুনামগঞ্জ

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল (রংপুর বিভাগ)

pdf রংপুর
pdf গাইবান্ধা
pdf কুড়িগ্রাম
pdf লালমনিরহাট
pdf নীলফামারী
pdf দিনাজপুর
pdf ঠাকুরগাঁও
pdf পঞ্চগড়

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল (ময়মনসিংহ বিভাগ)

pdf নেত্রকোনা
pdf ময়মনসিংহ
pdf শেরপুর
pdf জামালপুর

সংশোধিত নতুন প্রাথমিক বৃত্তি রেজাল্ট ২০২৩ pdf download > সব বিভাগ, জেলা ও উপজেলা

S.N.Division (All districts)Result pdf download link
1Primary scholarship result 2023 Dhaka (Exam 2022)Click > PDF Link NEW
2Primary scholarship result 2023 Rajshahi (Exam 2022)Click > PDF Link NEW
3Primary scholarship result 2023 Khulna (Exam 2022)Click > PDF Link NEW
4Primary scholarship result 2023 Chittagong (Exam 2022)Click > PDF Link NEW
5Primary scholarship result 2023 Barisal (Exam 2022)Click > PDF Link NEW
6Primary scholarship result 2023 Sylhet (Exam 2022)Click > PDF Link NEW
7Primary scholarship result 2023 Rangpur (Exam 2022)Click > PDF Link NEW
8Primary scholarship result 2023 Mymenshing (Exam 2022)Click > PDF Link NEW
Primary scholarship result 2023 pdf of all division, districts and Upazila / Thana

*** নতুন রেজাল্ট ১ মার্চ ২০২৩ রাতে প্রকাশিত হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী – ৩৩ হাজার জন মেধা বৃত্তি এবং ৪৯ হাজার ৫০০ জনকে সাধারণ বৃত্তি দেওয়ার কোটা আছে। এখন ফলাফলের ভিত্তিতে তা বণ্টন করা হবে।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ জানিয়েছিলেন, ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল প্রাথমিক বৃত্তি পরীক্ষা। এতে একেকটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি পড়ুয়া ২০ শতাংশ শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পায়। বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ের প্রতিটিতে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের ভিত্তিতে হয় এই পরীক্ষা।

১৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের এই তারিখের ব্যাপারে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষাসচিব ফরিদ আহাম্মদ। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিত হয়েছিল প্রাথমিক বৃত্তি পরীক্ষা। এতে একেকটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিপড়ুয়া ২০ শতাংশ শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পায়। বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ের প্রতিটিতে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের ভিত্তিতে হয় এই পরীক্ষা।

৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৩ কবে কখন দিবে

২৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ দুপুরে দিকে ৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই তারিখেই সারা দেশের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (http://www.dpe.gov.bd অথবা সরাসরি http://180.211.137.51 লিংকে) প্রকাশিত হবে।

২০২২ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত ৫ম শ্রেণির এই প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৮২ হাজারেরও বেশি শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে।

ট্যালেন্টপুলে বৃত্তির ক্ষেত্রে উপজেলাভিত্তিক প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যার ভিত্তিতে মোট বৃত্তির ৫০% ছাত্র এবং ৫০% ছাত্রীকে মেধা অনুসারে দেওয়া হবে।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা করে পাবেন।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর ২০২২ তারিখে সারা দেশের উপজেলা ভিত্তিক কেন্দ্রগুলোতে প্রায় ৬ লাখ শিক্ষার্থী পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষার সময়কাল ছিল ২ ঘণ্টা।

করোনার পাশাপাশি গত জানুয়ারি থেকে চালু হওয়া নতুন শিক্ষাক্রমের বিষয়টি মাথায় রেখে গত বছরসহ তিন বছর ধরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়া হয়নি। আগামী দিনেও আর এ পরীক্ষা হচ্ছে না বলেই জানিয়ে আসছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নীতিনির্ধারকেরা। কিন্তু গত ২৮ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় আকস্মিকভাবেই এ বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।

যদিও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলে আসছিলেন, বছরের শেষে এসে হঠাৎ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া একদিকে শিক্ষার্থীদের জন্য যেমন ক্ষতিকর বিষয় হবে, তেমনি নতুন শিক্ষাক্রমের আলোকে ভবিষ্যৎ শিক্ষাব্যবস্থায় যে পরিবর্তন আসছে, তার জন্যও নেতিবাচক হবে। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তাদের সিদ্ধান্তে অনড় থাকে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৩ দেখা যাবে যেভাবে

এছাড়া মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

DPE Thana/Upazila Code No. Roll Number Year and Send to 16222

Latest news update