কোন সিম সবচেয়ে ভালো ২০২৫ : কোন প্যাকেজে সবচেয়ে বেশি লাভ?

বাংলাদেশের মোবাইল অপারেটরদের সাশ্রয়ী কল রেট ও মোবাইল অপারেটর অফার ২০২৫

5/5 - (1 vote)

বর্তমানে বাংলাদেশে বিভিন্ন মোবাইল অপারেটর নানা ধরনের সাশ্রয়ী কল রেট ও প্যাকেজ অফার করছে। তবে অনেক গ্রাহক বুঝতে পারেন না কোন প্যাকেজটি তাদের জন্য সবচেয়ে লাভজনক। নিচে জনপ্রিয় মোবাইল অপারেটরগুলোর সেরা কল রেট প্যাকেজগুলোর বিস্তারিত তুলনা দেওয়া হলো:

কোন সিম সবচেয়ে ভালো ২০২৫টেলিটক – সরকারি অপারেটর তাই খরচ কম তবে নেট কভারেজ কম

টেলিটক স্বাধীন প্যাকেজে প্রতি মিনিট কল রেট ৯০ পয়সা + ভ্যাট, সব মিলিয়ে প্রায় ১.২৫ টাকা। যদিও সাধারণভাবে মনে হতে পারে এটা অন্য সিমের তুলনায় সাশ্রয়ী, তবে বাস্তবে বেশ কিছু অপারেটরের রেট কাটার অফারে এটি থেকে কম রেট পাওয়া যায়।

🔹 রেট কাটার প্যাকেজ:

  • ২৯ বা ৯৯ টাকায় রিচার্জে মাত্র ৬০ পয়সা/মিনিট।

🔹 বিকল্প সাশ্রয়ী প্যাকেজ:

  • আগামী/বর্ণমালা: ৪৫ পয়সা + ভ্যাট (৬৩ পয়সা/মিনিট)।
  • জেন জি: ৫০ পয়সা + ভ্যাট (৭০ পয়সা/মিনিট)।
    এই প্যাকেজে ফিজিক্যাল সিম নিতে হয়, সরাসরি ইসিম নেয়া যায় না।

রবি মেগা এফএনএফ – এফএনএফ-এর রাজত্ব

রবির মেগা এফএনএফ প্যাকেজে রয়েছে ৮০টি এফএনএফ নাম্বার, যেখানে প্রতি মিনিট কল রেট মাত্র ৬৬ পয়সা + ভ্যাট (১০ সেকেন্ড পালস), সব মিলিয়ে ৯২ পয়সা।
অন্য নাম্বারে প্রতি মিনিট খরচ ২.৭৮ টাকা।

📞 মাইগ্রেট কোড: *8999*90#

এয়ারটেল আড্ডা ও পোস্টপেইড প্যাকেজ

  • আড্ডা প্যাকেজ: ২৯টি এফএনএফ, রবি মেগা এফএনএফের মতোই রেট।
    📞 মাইগ্রেট কোড: *121*88#
  • পোস্টপেইড:
    • ন্যূনতম কল রেট: ৭৫ পয়সা + ভ্যাট = ১.০৫ টাকা।
    • বিল পরিশোধের ভিত্তিতে মাত্র ৯২ পয়সা/মিনিট (৬৬ পয়সা + ভ্যাট)।
    • রেট কাটার অফারেও মাত্র ৬০ পয়সা/মিনিট।

বাংলালিংক সিলেক্ট পোস্টপেইড – ইনঅ্যাক্টিভ গ্রাহকদের জন্য সুবর্ণ সুযোগ

  • সাধারণ কল রেট: ৭৯ পয়সা + ভ্যাট = ১.১০ টাকা।
  • রেট কাটার অফার: ৬০ পয়সা (সাধারণ), ৫০ পয়সা (ইনঅ্যাক্টিভদের জন্য)।
  • বাংলা‍লিংক প্লে প্যাকেজ:
    • ১৮টি এফএনএফ – ৭২ পয়সা + ভ্যাট (সব মিলিয়ে ১ টাকা)।
    • অন্যান্য নম্বরে – ২.৭৭ টাকা/মিনিট।

 

গ্রামীণফোন বন্ধু ও ডিজুস – সুপার এফএনএফ সুবিধা

  • বন্ধু প্যাকেজ:
    • ১টি সুপার এফএনএফ: ৭৫ পয়সা/মিনিট
    • ১৭টি সাধারণ এফএনএফ: ১.০৫ টাকা/মিনিট
  • ডিজুস প্যাকেজ:
    • ৫টি সুপার এফএনএফ এবং ১০টি সাধারণ এফএনএফ

সাধারণ নাম্বারে কল রেট – ২.৭৭ টাকা/মিনিট।

 

 

রবি এইচ পোস্টপেইড – নির্ভরযোগ্যতা ও সাশ্রয় একসাথে

  • কল রেট: ৯০ পয়সা + ভ্যাট (১.২৫ টাকা)
  • বিল পরিশোধে রেট কমে হয় ৬৬ পয়সা + ভ্যাট = ৯২ পয়সা

 

গুরুত্বপূর্ণ টিপস

  • রেট কাটার প্যাকেজ ছাড়া প্রিপেইড সিমে কল রেট তুলনামূলক বেশি।
  • ইসিম সরাসরি নেওয়ার জন্য স্বাধীন প্যাকেজ ছাড়া উপায় নেই। অন্যান্য অফারগুলোর ক্ষেত্রে আগে ফিজিক্যাল সিম নিতে হবে।

 

 

 

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *