প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ২য় ও ৩য় ধাপের জেলা-উপজেলা তালিকা


এডু ডেইলি ২৪ প্রকাশ: এপ্রিল ২৭, ২০২২, ১:৪৯ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:১১ অপরাহ্ন /
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ২য় ও ৩য় ধাপের জেলা-উপজেলা তালিকা

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ২য় ও ৩য় ধাপের জেলা-উপজেলা তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২২ এপ্রিল ২০২২ (১ম ধাপ) অনুষ্ঠিত হয়েছে। প্রথম ধাপে ২২টি জেলার মধ্যে ১৪টির সব উপজেলা এবং ৮টি জেলার কয়েকটি উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২য় ধাপের পরীক্ষা হবে ২০ মে ২০২২ আর ৩য় ধাপের পরীক্ষা ৩ জুন ২০২২। এসব ধাপের পরীক্ষার জেলা ও উপজেলা তালিকাও ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।

  • ১ম ধাপের পরীক্ষা ২২ এপ্রিল ২০২২
  • ২য় ধাপ ২০ মে ২০২২
  • ৩য় ধাপের পরীক্ষা ৩ জুন ২০২২

১২ এপ্রিল ২০২২ তারিখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ এর লিখিত পরীক্ষার ১ম ধাপে কোন কোন জেলা-উপজেলায় পরীক্ষা হবে, এর তালিকা প্রকাশ করা হয়। আগামী ২২ এপ্রিল সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ১৪টি জেলার সব উপজেলা এবং ৮টি জেলার কয়েকটি উপজেলায় ১ম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, আগামী ২২ এপ্রিল চাপাইনবাগঞ্জ, মাগুরা, শেরপুর, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, ঢাকা, মাদারীপুর, মুন্সীগঞ্জ, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার, লালমনিরহাট জেলার সব উপজেলার পরীক্ষা হবে।

আর কয়েকটি জেলার নির্দিষ্ট কিছু উপজেলার পরীক্ষা হবে। সেগুলো হলো- সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া, বেলকুচি, চৌহালী, কামাখন্দ, কাজীপুর; যশোর জেলার ঝিকরগাছা, কেশবপুর, মনিরামপুর, শার্শা; ময়মনসিংহ জেলার ভালুকা, ধোবাউড়া, ফুলবাড়িয়া, গফরগাঁও, গৌরিপুর, হালুয়াঘাট, ঈশ্বরগঞ্জ; নেত্রকোনা জেলার আটপাড়া, বারহাট্টা, দূর্গাপুর, কমলকান্দা, কেন্দুয়া; কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম, বাজিতপুর, ভৈরব, হোসেনপুর, ইটনা, করিমগঞ্জ, কটিয়াদি; টাঙ্গাইল জেলার সদর, ভূয়াপুর, দেলদুয়ার, ধনবাড়ি, ঘাটাইল, গোপালপুর; কুমিল্লা জেলার বরুয়া, ব্রাক্ষণপাড়া, বুড়িচং, চান্দিনা, চৌদ্দগ্রাম, সদর, মেঘনা, দাউদকান্দি; নোয়াখালী জেলার কবিরহাট, সদর, সেনবাগ, সোনাইমড়ি ও সুর্বনচর।

এর আগে, ১০ মার্চ ২০২২ তারিখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এপ্রিলের (২০২২) মধ্যে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। এপ্রিলের মধ্যে পরীক্ষা নেওয়া শেষে উত্তীর্ণ পরীক্ষার্থীদের জুলাই মাসের মধ্যে নিয়োগ দেওয়া হবে। এরপর এই প্রথম ৬ এপ্রিল পরীক্ষা সংক্রান্ত এই খবর প্রকাশ হলো।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের নিয়োগের ১ম ধাপের পরীক্ষা হবে ২২ এপ্রিল ২০২২। ২য় ধাপের পরীক্ষার তারিখ এখনো ঘোষণা হয়নি।

শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র

পরীক্ষা শুরুর ৫ দিন আগে অনলাইন (https://dpe.teletalk.com.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে বলা হবে। প্রতি ধাপের পরীক্ষা শুরুর আগে একইভাবে প্রবেশপত্র দেওয়া হবে। আবেদনকারীর মোবাইলে এসএমএসের মাধ্যমে পাঠানো হবে ডাউনলোডের লিংক।

শিক্ষক পদ প্রায় ৪৫,০০০টি

১০ মার্চ ২০২২ তারিখের জানানো হয়, সহকারী শিক্ষক হিসেবে ৩২,৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২০ সালের ২০ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু করোনা মহামারির কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ইতিমধ্যে অবসরজনিত কারণে আরও ১০ হাজারেরও বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য হয়ে পড়েছে। এতে বিদ্যালয়গুলোতে শিক্ষক ঘাটতি দেখা দিয়েছে। এ সমস্যার সমাধানে মন্ত্রণালয় আগের বিজ্ঞপ্তির শূন্য পদ ও বিজ্ঞপ্তির পরের শূন্য পদ মিলিয়ে প্রায় ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

প্রাথমিকের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদন করেছেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী। সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা বিভাগে ২ লাখ ৪০ হাজার ৬১৯টি। এরপর রাজশাহীতে ২ লাখ ১০ হাজার ৪৩০টি, খুলনায় ১ লাখ ৭৮ হাজার ৮০৩টি।

প্রাথমিকের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি। ২০২০ সালের ২৫ অক্টোবর অনলাইনে আবেদন শুরু হয়। আবেদন করেছেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী।

এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা বিভাগে ২ লাখ ৪০ হাজার ৬১৯টি। এরপর রাজশাহীতে ২ লাখ ১০ হাজার ৪৩০টি, খুলনায় ১ লাখ ৭৮ হাজার ৮০৩টি, ময়মনসিংহে ১ লাখ ১২ হাজার ২৫৬টি, চট্টগ্রামে ১ লাখ ৯৯ হাজার ২৩৬টি, বরিশালে ১ লাখ ৯ হাজার ৩৪৪টি, সিলেট ৬২ হাজার ৬০৭টি এবং রংপুর বিভাগে ১ লাখ ৯৬ হাজার ১৬৬টি।

সভায় মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক, রুহুল আমিন ও মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার নাম্বার বণ্টন

বাংলা (২০)বাংলা সাহিত্য (৩),
ব্যাকরণ (১৭)
গণিত (২০)পাটিগণিত (৮/৯),
বীজগণিত (৫/৬),
জ্যামিতি (৫)
সাধারণ জ্ঞান (২০)বাংলাদেশ বিষয়াবলী (৭/৮),
আন্তর্জাতিক বিষয়াবলী (৫/৬),
সাম্প্রতিক বিষয়াবলী (৫/৬)
ইংরেজি২০
মৌখিক পরীক্ষা : ২০

১ম ধাপে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জেলা-উপজেলা তালিকা ২০২২

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা কোথায় হবে
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ২য় ও ৩য় ধাপের জেলা-উপজেলা তালিকা 2

২য় ধাপে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জেলা-উপজেলা তালিকা ২০২২

২য় ধাপে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জেলা-উপজেলা তালিকা ২০২২ pdf download link : http://www.dpe.gov.bd/sites/default/files/files/dpe.portal.gov.bd/notices/9fa7acb3_64af_4712_8753_0ebb68899dcb/2nd%20step%20(1).pdf

৩য় ধাপে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জেলা-উপজেলা তালিকা ২০২২

৩য় ধাপে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জেলা-উপজেলা তালিকা ২০২২ pdf download link :

http://www.dpe.gov.bd/sites/default/files/files/dpe.portal.gov.bd/notices/9fa7acb3_64af_4712_8753_0ebb68899dcb/3rd%20step%20(1).pdf

আরো পড়ুন : প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সিলেবাস ২০২২

Rate this post