বিএসি’র ‘অ্যাক্রিডিটেশন স্ট্যান্ডার্ডস অ্যান্ড ক্রাইটেরিয়া’ ওয়ার্কশপ


এডু ডেইলি ২৪ প্রকাশ: অক্টোবর ৪, ২০২০, ১১:২৭ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন /
বিএসি’র ‘অ্যাক্রিডিটেশন স্ট্যান্ডার্ডস অ্যান্ড ক্রাইটেরিয়া’ ওয়ার্কশপ

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) উদ্যোগে ৪ অক্টোবর ২০২০ তারিখে ‘অ্যাক্রিডিটেশন স্ট্যান্ডার্ডস অ্যান্ড ক্রাইটেরিয়া’ (Accreditation Standards and Criteria) শীর্ষক তিন ঘন্টাব্যাপী অনলাইন ভার্চুয়াল (Zoom) ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত ওয়ার্কশপে কাউন্সিলের পূর্ণকালীন সদস্য জনাব ইসতিয়াক আহমদ, প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম, প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী, প্রফেসর ড. এস. এম কবীর অংশগ্রহণ করেন।

উক্ত ওয়ার্কশপে বিএসি কর্তৃক প্রণীত “Accreditation Standards and Criteria” এর খসড়া উপস্থাপন করেন কাউন্সিলের সদস্য প্রফেসর ড. এস. এম কবীর। অতঃপর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নোয়াখালি বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, সিটি ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ, সাউর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, দি মিলেনিয়াম ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, মেট্রোপলিটান ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া, বাংলাদেশ ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্স, প্রাইমেশিয়া ইউনিভার্সিটি, রয়াল ইউনিভার্সিটি অব ঢাকা, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, অতিশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি এবং ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ভাইস-চ্যান্সেলরগণ ওয়ার্কশপে উপস্থাপিত “Accreditation Standards and Criteria” বিষয়ে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

বিএসি কর্তৃক আয়োজিত উক্ত ভার্চুয়াল ওয়ার্কশপটি সঞ্চালনা করেন কাউন্সিলের সচিব প্রফেসর ড. একিউএম শফিউল আজম।

– সংবাদ বিজ্ঞপ্তি

Rate this post