বিডিজবস চাকরি মেলা চট্টগ্রামে

বিডিজবসের উদ্যোগে আগামী ১১ ফেব্রুয়ারি চট্টগ্রামে প্রথম বারের মত ‘‘কারিগরি চাকরি মেলা’’ আয়োজন করতে যাচ্ছে।

টেকনিক্যাল কাজ জানা ও শিক্ষার্থী (গার্মেন্টস টেকনিশিয়ান, মেকানিক, মেশিন অপারেটর, শেফ, ওয়েটার, ইলেকট্রিশিয়ান,টেকনিশিয়ান, প্যাথলজিষ্ট, ল্যাব টেকনেশিয়ান, ড্রাইভার, নার্স, প্লাম্বার, ওয়েল্ডার, শো-রুম সেলসম্যান ইত্যাদি), অভিজ্ঞ/অনভিজ্ঞ চাকরীপ্রার্থীদের জন্য ৩৫০ এর অধিক পদে নিয়োগের উদ্দেশ্যে দেশী ও বিদেশী ৬০ টির অধিক কোম্পানী এ চাকরী মেলায় অংশগ্রহণ করছে।

মেলার স্থান: জি ই সি কনভেনশন সেন্টার, জি ই সি চত্বর, চট্টগ্রাম।

মেলায় অংশগ্রহণের জন্য নিচের লিংকে রেজিস্ট্রেশন করুন-
https://www.bdjobs.com/jobfair/

রেজিস্ট্রেশন ছাড়া কারিগরি চাকরি মেলায় অংশগ্রহণ করা যাবে না।

কারিগরি চাকরি মেলায় অংশগ্রহণ করে আপনার কাঙ্খিত চাকরিটি খুঁজে নিন।