বিসিএসে বাজিমাত : সেরাদের পরামর্শ ও অভিজ্ঞতা নিয়ে বই
বিগত বিসিএস পরীক্ষাগুলোতে বিভিন্ন ক্যাডারে শীর্ষস্থান অধিকারীদের পরামর্শ ও অভিজ্ঞতার আলোকে লেখা বই ‘বিসিএসে বাজিমাত’। বিসিএস প্রস্তুতি নিয়ে এতো মেধাবীদের পরামর্শমূলক বই এই প্রথম। বইটি লিখেছেন ক্যারিয়ার বিষয়ক জনপ্রিয় লেখক আরাফাত শাহরিয়ার। প্রকাশক শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা ‘ইত্যাদি গ্রন্থ প্রকাশ’। বইটিতে দেশসেরা মেধাবীরা জানিয়েছেন বিসিএস প্রস্তুতির নানা কৌশল, সাফল্যের সহজ সূত্র। মহামূল্যবান এসব পরামর্শ বিসিএস পরীক্ষার্থীদের সফল হওয়ার ক্ষেত্রে দারুণভাবে কাজে আসবে।
বিসিএস নামক অগ্নিপরীক্ষায় সফল হতে প্রিলিমিনারি, রিটেন, ভাইভা—তিনটি ধাপেই ব্যাপক প্রতিযোগিতা করে নিজের জায়গা করে নিতে হয়। বিসিএস পরীক্ষার এই তিন পর্বের বিষয়ভিত্তিক ও বিস্তারিত আলোচনা করা হয়েছে বইটিতে। কী কী বইপত্র পড়তে হবে, কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, কীভাবে পড়লে ভালো করা যাবে, বিসিএসে টেকার টেকনিকসহ দরকারি সব তথ্য রয়েছে বইজুড়ে। চিকিৎসকদের জন্য নেওয়া স্পেশাল বিসিএস নিয়েও রয়েছে প্রস্তুতিমূলক পরামর্শ। একটি অধ্যায়ে নিজেদের প্রস্তুতি ও অভিজ্ঞতার গল্প শুনিয়েছেন বিসিএসে দেশসেরা মেধাবীরা।
এদেশের লাখ লাখ তরুণ-তরুণীর স্বপ্নের চাকরি বিসিএস। পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) এই চাকরি রীতিমতো বদলে দিতে পারে জীবন! সঙ্গত কারণেই এটি চাকরিপ্রত্যাশীদের পছন্দের শীর্ষে জায়গা করে নিয়েছে। শুধু তাই নয়, অনেকেরই একমাত্র লক্ষ্য বিসিএস! মেধা, পরিশ্রম ও কৌশল—এই তিনের সমন্বয় ঘটাতে পারলেই পূরণ হতে পারে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন। বিসিএস পরীক্ষায় টিকতে হলে কিভাবে প্রস্তুতি নিতে হবে, সেই নির্দেশনার অভাবে অধরাই থেকে যায় অনেকের স্বপ্ন। বইটি হাতের কাছে থাকলে দরকারি গাইডলাইনের অভাব পূরণ হবে।
বিসিএস নিয়ে লেখকের প্রায় দুই দশক ধরে কাজ করার অভিজ্ঞতার আলোকে বইটি লেখা। বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন যাদের, ‘বিসিএসে বাজিমাত’ বইটি তাদের অনেক কাজে আসবে। বিশেষ ছাড়ে মাত্র ২৬৩ টাকায় (এছাড়া আছে উপহার, ক্যাশব্যাক) বইটি প্রি-অর্ডার করা যাবে নিচের লিংকে-
www.rokomari.com/book/209594