বুয়েট ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

বুয়েট ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে ১ নভেম্বর সকাল ১০টা থেকে। ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতকের ভর্তি পরীক্ষা হবে ৬ নভেম্বর ২০২১ তারিখে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুয়েটের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (http://ugadmission.buet.ac.bd) থেকে প্রবেশপত্র (admit card) ডাউনলোড করা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে বিভাগ নির্বাচন (পছন্দক্রম) ‘Option Form’ পূরণ করার পরই কেবল প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

২০ ও ২১ অক্টোবর ৪ শিফটে বুয়েট ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ২৬ অক্টোবর প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকৃত মোট ১৮০০৫টি আবেদনপত্র হতে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্য থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রতি শিফটের ১৫০০তম পর্যন্ত যোগ্যপ্রার্থীর তালিকা ওইদিন বুয়েটের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সে হিসেবে চার শিফটে মোট ৬০০০ ভর্তিচ্ছু ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।