বেসরকারি শিক্ষক নিয়োগ ফলাফল প্রকাশ

এনটিআরসিএ’র বেসরকারি শিক্ষক নিয়োগ ফলাফল ১৫ জুলাই (২০২১) সন্ধ্যায় প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫৪,৩০৪ জন শিক্ষক পদে নিয়োগ দেয়া হবে। এর আগে, ১৫ জুলাই সকাল ১১টায় শিক্ষামন্ত্রী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ফলাফল প্রকাশের তথ্য জানান।

প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল জানিয়ে দেয়া হবে। এছাড়া এনটিআরসির এই নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে: http://ngi.teletalk.com.bd/ntrca/app/ অথবা http://ntrca.teletalk.com.bd/result/

বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্র জানিয়েছে, ১৫ জুলাই বিকেলে শিক্ষামন্ত্রীর হাতে ফলের অনুলিপি তুলে দেওয়ার পর সন্ধ্যা থেকে ফল সংক্রান্ত এসএমএস পাবেন প্রার্থীরা।

দীর্ঘদিন প্রার্থীরা এ ফলের জন্য আন্দোলন করে আসছিলেন। অবশেষে অপেক্ষার অবসান ঘটেছে ফলাফল প্রকাশের মাধ্যমে।

উল্লেখ্য, ৩০ মার্চ ২০২১ তারিখে ৫৪,৩০৪ জন শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ৩০ এপ্রিল নিবন্ধনধারীদের এ আবেদন প্রক্রিয়া শেষ হয়। আবেদনের এক মাসের মধ্যে নিয়োগের কথা থাকলেও হাইকোর্টের রায়ে তা স্থগিত হয়ে যায়।

NTRCA Result 2021