খবর

ইসলামিক স্টাডিজে ভর্তি পরীক্ষায় প্রথম হিন্দু শিক্ষার্থী

ভারতের কাশ্মীর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে ভর্তি পরীক্ষায় (কমন এন্ট্রান্স টেস্ট) মেধা তালিকায় প্রথম হয়েছেন শুভম যাদব। রাজস্থানের আলওয়ারের বাসিন্দা শুভম যাদব একজন হিন্দু শিক্ষার্থী। অমুসলিম ও কাশ্মীরের বাইরের কোনো শিক্ষার্থী হিসেবে প্রথমবারের মতো এ ধরনের কৃতিত্ব অর্জন করলেন তিনি।

দিল্লি বিশ্ববিদ্যালয়ে আইনে পড়াশোনা করছেন শুভম। ইসলাম ধর্মের ওপর গভীর জ্ঞানার্জনের জন্যই তিনি কাশ্মীর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে ভর্তি হওয়ার জন্য এন্ট্রান্স টেস্টে অংশ নেন।

শুভম ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘ইসলাম নিয়ে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। আমার মনে হয়, এই ধর্মকেই সবচেয়ে বেশি ভুল বোঝে মানুষ। বিশ্বের অনেক রাষ্ট্রনেতাই এই ধর্ম নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন। আর তা থেকেই এই বিষয়ের ওপর স্নাতকোত্তর করার কথা আমার মাথায় আসে। ব্যক্তিগতভাবে বলতে পারি, ধর্মীয় মেরুকরণের এই পরিবেশে আমি দুই ধর্মের মধ্যে সেতুবন্ধনের কাজ করতে চাই।’

শুভমের বাবা পেশায় ব্যবসায়ী, মা গৃহবধূ। শুভম জানান, ইসলামিক স্টাডিজ নিয়ে পড়তে তার বাবাও তাকে উৎসাহ দিয়েছেন।

২০১৭ সালে রাজস্থানের আলওয়ারে পেহলু খান নামে এক গবাদি পশুর ব্যবসায়ীকে হিন্দুত্ববাদীরা পিটিয়ে হত্যা করে। আর সেই আলওয়ারে বেড়ে উঠা শুভম ইসলামকে জানতে আগ্রহী হয়ে উঠেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button