মালয়েশিয়া যেতে বিএমইটি নিবন্ধন যেভাবে


এডু ডেইলি ২৪ প্রকাশ: জুন ১৫, ২০২২, ৯:৪৫ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন /
মালয়েশিয়া যেতে বিএমইটি নিবন্ধন যেভাবে

মালয়েশিয়া যেতে বিএমইটি নিবন্ধন করতে হবে সব বাংলাদেশি কর্মীদের। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ডাটাবেজে নিবন্ধনের একটি নির্দেশিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে। এই নির্দেশিয়ায় Ami Probashi অ্যাপ দিয়ে নিজে নিজে নিবন্ধনের পদ্ধতি উল্লেখ করা হয়েছে।

এছাড়া মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীরা বিএমআইটির আওতাধীন সব জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও) ও নির্ধারিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে স্বশরীরে উপস্থিত হয়েও নিবন্ধন করতে পারবেন।

নিবন্ধনের তারিখ থেকে পরবর্তী ২ বছর পর্যন্ত নিবন্ধন নম্বর ও এর কার্যকারিতা বহাল থাকবে।

ডাটাবেজ নিবন্ধন ফি

ডিইএমও ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সরাসরি নিবন্ধনের ক্ষেত্রে সরকারি ফি ২০০ টাকা আর Ami Probashi অ্যাপ দিয়ে নিবন্ধনের ক্ষেত্রে মোট ৩০০ টাকা (২০০+১০০) খরচ হবে।

যারা নিবন্ধন করতে পারবেন

১। কর্মীর বয়স কমপক্ষে ১৮-৪৫ বছরের মধ্যে হতে হবে।
২। ইতোমধ্যে যারা নিবন্ধন করেছেন তাদের নতুন করে নিবন্ধন করার প্রয়োজন নেই। তবে পরবর্তীতে দেশ ও পেশার তথ্য আপডেট করতে পারবেন।
৩। এছাড়াও পাসপোর্ট, পাসপোর্ট সাইজের ছবি, নিজের মোবাইল নম্বর, ই-মেইল ও দক্ষতা সনদ থাকতে হবে।

Ami Probashi অ্যাপ ডাউনলোড লিংক : https://play.google.com/store/apps/details?id=com.thane.amiprobashi

Ami Probashi অ্যাপ দিয়ে নিবন্ধন

  • ১। গুগল প্লে স্টোর থেকে আমি প্রবাসী অ্যাপস ইন্সটল করুন।
  • ২। বিএমইটি রেজিস্ট্রেশন সিলেক্ট করুন।
  • ৩। দেশ হিসেবে মালয়েশিয়া, পেশা ও অভিজ্ঞতা সিলেক্টর করুন।
  • ৪। রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করুন।
  • ৫। পেমেন্ট সম্পন্ন করুন।
  • ৬। বিএমইটি আইডি নম্বর সংরক্ষণ করুন।
  • ৭। সার্পোটিং ডুকমেন্ট যোগ করে প্রোফাইল সমৃদ্ধ করুন।

BMET database registration app Ami Probashi

ami probashi Malaysia bmet registration bmet.gov.bd
মালয়েশিয়া যেতে বিএমইটি নিবন্ধন যেভাবে

Rate this post