মেডিকেলে প্রথম সুমাইয়া মোসলেম মিম
২০২১-২০২২ শিক্ষাবর্ষে মেডিকেলে প্রথম হয়েছেন সুমাইয়া মোসলেম মিম। এমবিবিএস ভর্তি পরীক্ষায় মিমের নাম্বার ৯২.৫। সব মিলিয়ে তাঁর মোট প্রাপ্ত নম্বর ২৯২.৫।
মিমের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলা সদরে। তিনি ডুমুরিয়া সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি ও খুলনার সরকারি মজিদ মেমোরিয়াল (এম এম) কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন। তাঁর বাবার মোসলেম উদ্দীন সরদার ডুমুরিয়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
ফলাফল প্রকাশের পর প্রতিক্রিয়ায় সুমাইয়া মোসলেম মিম বলেন, “এমন সাফল্যের জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মা-বাবা অনেক ত্যাগ স্বীকার করেছেন। তাঁদের মুখে হাসি ফোটাতে পেরে এখন খুব খুশি।”
তিনি আরো বলেন, চিকিৎসক হওয়ার কোনো আগ্রহ ছিল না। তবে মায়ের আগ্রহে মেডিকেল কলেজে ভর্তির প্রস্তুতি নিই। নিজেও ভাবিনি, দেশসেরা হবো।
মিম পঞ্চম শ্রেণির পরীক্ষায় উপজেলায় প্রথম, জেএসসিতেও উপজেলায় প্রথম হয়েছিলেন। এসএসসি ও এইচএসসিতে পেয়েছেন গোল্ডেন জিপিএ-৫।
উল্লেখ্য, ২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৭৯,৩৩৯ জন শিক্ষার্থী। পাসের হার ৫৫.১৩ শতাংশ। ফল অনুযায়ী সরকারি কলেজে ১,৮৮৫ জন ছাত্র ও ২,৩৪৫ জন ছাত্রী ভর্তি হতে পারবেন। এ বছর ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পাস করেছেন।
কোন কোচিংয়ে পড়েছেন মিম?
সুমাইয়া মোসলেম মিমের মেডিকেল ভর্তি পরীক্ষায় ১ম হওয়ার খবর প্রকাশের পর রেটিনা, মেডিকো এবং উন্মেষ তাকে নিজেদের কোচিং সেন্টারের শিক্ষার্থী বলে দাবি করেছে। এ ব্যাপারে মিম জানান, আমি ডিএমসি স্কলার কোচিংয়ের শিক্ষার্থী। এটা ছাড়া আর কোনো কোচিংয়ে ক্লাস করিনি, তবে উন্মেষ ও রেটিনা কোচিংয়ে মডেল টেস্ট দিয়েছি।