রিয়েলমি সি থ্রি : কম দামে বছরের সেরা স্মার্টফোন


এডু ডেইলি ২৪ প্রকাশ: মে ১৯, ২০২০, ৮:৩২ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩৪ অপরাহ্ন /
রিয়েলমি সি থ্রি : কম দামে বছরের সেরা স্মার্টফোন

সম্প্রতি দেশের বাজারে এলো রিয়েলমি সি থ্রি। এ ফোনটিকে কম দামে বছরের সেরা স্মার্টফোন মনে করা হচ্ছে। মাত্র ১০,০০০ টাকায় ৬.৫ ইঞ্চি স্ক্রিন ও ৫,০০০ অ্যাম্পায়েরর ব্যাটারির ভালো ব্র্যান্ডের স্মার্টফোন তো আজকাল কল্পনা করাও যায় না।

এ স্মার্টফোনটিতে বাংলাদেশে প্রথম শক্তিশালী হেলিও জি সেভেন্টি এআই গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৬.৫ ইঞ্চির এইচডি+ মিনি ডিউ ড্রপ ডিসপ্লে, যা করনিং গরিলা গ্লাস ৩ দ্বারা সুরক্ষিত। ডিভাইসটিতে রয়েছে এআই ট্রিপল ক্যামেরা, ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ফিঙ্গারপ্রিন্ট আনলক। সেটের পেছনে কৃত্রিম বৃদ্ধিমত্তার (এআই) ট্রিপল ক্যামেরা আছে, এর মধ্যে প্রধান ক্যামেরা ১২ মেগাপিক্সেলের, একটি ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। সেটের সামনে সেলফির জন্য রয়েছে ৫ মেগাপিক্সেলের এআই ফ্রন্ট ক্যামেরা।

সম্পূর্ণ চার্জে প্রায় ৪০ ঘণ্টার কল টাইম, প্রায় ২০ ঘণ্টার নন-স্টপ ইউটিউব দেখা বা করার সময় ১১ ঘণ্টার বেশি পাবজি খেলা যাবে।

অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১০ চালিত রিয়েলমি ইউজার ইন্টারফেস (ইউআই)। ৩ গিগাবাইট র‌্যাম এবং ৩২ গিগাবাইটের রমে রিয়েলমি সি থ্রি পাওয়া যাবে ফ্রোজেন ব্লু এবং ব্লেজিং রেড এই দুটি রঙে।

  • অনলাইনে রিয়েলমি সি থ্রি কেনা যাবে ইভেলি থেকে, অর্ডার করা যাবে এই লিংকে গিয়ে :
    https://evaly.com.bd/products/realme-c3-smartphone-65-3gb-ram-32gb-rom-12mp-2mp-2mp-triple-camera-3af85138c
রিয়েলমি সি থ্রি
রিয়েলমি সি ৩
Rate this post