রুয়েট-চুয়েট-কুয়েটের ভর্তি পরীক্ষা ১৩ নভেম্বর

রুয়েট-চুয়েট-কুয়েটের ভর্তি পরীক্ষা ১৩ নভেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিত হবে।

১৫ সেপ্টেম্বর গুচ্ছ পদ্ধতির ভর্তি কমিটির ভার্চুয়াল সভায় সিদ্ধান্ত হয়– চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা হবে আগামী ১৩ নভেম্বর ২০২১।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এর আগে দুই দফা ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়।

প্রথমে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১২ জুন। পরে ১২ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এ ভর্তি পরীক্ষা আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।