Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Edu Daily 24 Saturday, May 10
    Facebook X (Twitter) Instagram
    ENG
    • প্রচ্ছদ
    • শিক্ষা বার্তা
    • চাকরি
    • ভর্তি তথ্য
    • ফলাফল
    • English
    Edu Daily 24
    ENG
    Facebook X (Twitter) Instagram
    Home — খবর — পবিত্র শবে বরাতের সরকারি ছুটি ৮ মার্চ ২০২৩
    খবর

    পবিত্র শবে বরাতের সরকারি ছুটি ৮ মার্চ ২০২৩

    এডু ডেইলি ২৪March 7, 2023Updated:May 5, 20257 Mins Read
    Facebook Email Telegram WhatsApp Copy Link

    পবিত্র শবে বরাতের সরকারি ছুটি থাকবে ৮ মার্চ ২০২৩ তারিখে (বুধবার)। আর পবিত্র পবিত্র শবে বরাত পালিত হবে ৭ মার্চ ২০২৩ (মঙ্গলবার)। গত ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের আকাশে ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। ফলে ২২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ থেকে শাবান মাস শুরু হবে। এই হিসেবে ৭ মার্চ ২০২৩ তারিখ (মঙ্গলবার) দিবাগত (দিনগত) রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। শবে বরাতের রাতের পরদিন অর্থাৎ ৮ মার্চ ২০২৩ তারিখে সরকারি ছুটি থাকবে।

    ২১ ফেব্রুয়ারি ২০২৩ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় শবে বরাতের ব্যাপারে আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। প্রতিমন্ত্রীর পক্ষে ঘোষণাপত্র পাঠ করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম।

    Table of Contents

    Toggle
    • পবিত্র শবে বরাতের তারিখ / শবে বরাতের সরকারি ছুটি ২০২৩
    • শবে বরাত অর্থ কি
    • শবে বরাতের নামাজের নিয়ম / শবে বরাতের নামাজ
    • শবে বরাতের ফজিলত / শবে বরাত সম্পর্কে হাদিস
    • শবে বরাতের নফল নামাজ ও ইবাদত
    • শবে বরাতের নামাজের নিয়ত
    • শবে বরাতে করণীয় ও বর্জনীয়

    পবিত্র শবে বরাতের তারিখ / শবে বরাতের সরকারি ছুটি ২০২৩

    সভায় ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ ২৯ রজব ১৪৪৪ হিজরি, ৮ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ, ২১ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে।

    এমতাবস্থায়, আগামী ৯ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ, ২২ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. বুধবার থেকে ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। এই পরিপ্রেক্ষিতে আগামী ১৪ শাবান ১৪৪৪ হিজরি, ২২ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ, ৭ মার্চ ২০২৩ খ্রি. মঙ্গলবার দিনগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

    শবে বরাত অর্থ কি

    শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতেই হলো ‘শবে বরাত’। ফার্সি শব্দ শবে বরাতের মানে হলো- মুক্তির রজনী। শবে বরাতের আরবি হলো ‘লাইলাতুল বারকাত’। হাদিস শরিফে যাকে ‘নিসফ শাবান’ বা শাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে। ভারতীয় উপমহাদেশ, পারস্যসহ পৃথিবীর অনেক দেশের ফারসি, উর্দু, বাংলা, হিন্দিসহ নানান ভাষায় যা ‘শবে বরাত’ নামেই অধিক পরিচিত।

    শবে বরাতের নামাজের নিয়ম / শবে বরাতের নামাজ

    ইসলামি তমদ্দুন তথা মুসলিম কৃষ্টিতে যেসব দিবস ও রজনী বিখ্যাত, এর মধ্যে পাঁচটি রাত বিশেষভাবে উল্লেখযোগ্য। এই বিশেষ পাঁচটি রাত হলো- দুই ঈদের রাত্রিদ্বয়, শবে মেরাজ, শবে বরাত ও শবে কদর। যাঁরা রাতের ইবাদতের গুরুত্ব অনুধাবন করেন, তাঁরা প্রতিটি রাতকে শবে বরাত বানিয়ে নেন। আল্লাহ তাআলা বলেন, ‘হা-মিম! শপথ! উজ্জ্বল কিতাবের, নিশ্চয় আমি তা নাজিল করেছি এক বরকতময় রাতে; নিশ্চয় আমি ছিলাম সতর্ককারী। যাতে সকল গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়। এ নির্দেশ আমার তরফ থেকে, নিশ্চয় আমিই দূত পাঠিয়ে থাকি। এ হলো আপনার প্রভুর দয়া, নিশ্চয় তিনি সব শোনেন ও সব জানেন।

    তবু তারা সংশয়ে রঙ্গ করে। তবে অপেক্ষা করো সেদিনের, যেদিন আকাশ সুস্পষ্টভাবে ধূম্রাচ্ছন্ন হবে। [সুরা-৪৪ (৬৪) দুখান, রুকু: ১, আয়াত: ১-১০, পারা: ২৫, পৃষ্ঠা ৪৯৬-৪৯৭/১৪-১৫]। মুফাসসিরিনগণ বলেন, এখানে ‘লাইলাতুল মুবারাকা’ বা বরকতময় রজনী বলে শাবান মাসে পূর্ণিমা রাতকেই বোঝানো হয়েছে। (তাফসিরে মাজহারি, রুহুল মাআনি ও রুহুল বায়ান)। হজরত ইকরিমা (রা.) প্রমুখ কয়েকজন তফসিরবিদ থেকে বর্ণিত আছে, সুরা দুখানের দ্বিতীয় আয়াতে বরকতের রাত্রি বলে শবে বরাত বোঝানো হয়েছে। (তাফসিরে মাআরিফুল কোরআন)।

    শবে বরাতের ফজিলত / শবে বরাত সম্পর্কে হাদিস

    হজরত আয়িশা সিদ্দিকা (রা.) বলেন, একবার রাসুলুল্লাহ (সা.) নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সেজদা করলেন যে আমার ধারণা হলো, তিনি মৃত্যুবরণ করেছেন; আমি তখন উঠে তাঁর পায়ের বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম, তাঁর বৃদ্ধাঙ্গুলি নড়ল; তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ করে বললেন, হে আয়িশা! তোমার কি এ আশঙ্কা হয়েছে? আমি উত্তরে বললাম, ইয়া রাসুলুল্লাহ (সা.)!

    আপনার দীর্ঘ সেজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কি না? নবীজি (সা.) বললেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও আল্লাহর রাসুলই ভালো জানেন। তখন নবীজি (সা.) বললেন, এটা হলো অর্ধশাবানের রাত; এ রাতে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের প্রতি মনোযোগ দেন; ক্ষমাপ্রার্থনাকারীদের ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন। আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন। (শুআবুল ইমান, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা ৩৮২)।

    হজরত আয়িশা (রা.) থেকে বর্ণিত হয়েছে, নবীজি (সা.) এ রাতে মদিনার কবরস্থান ‘জান্নাতুল বাকি’তে এসে মৃতদের জন্য দোয়া ও ইস্তিগফার করতেন। তিনি আরও বলেন, নবীজি (সা.) তাঁকে বলেছেন, এ রাতে বনি কালবের ভেড়া বকরির পশমের (সংখ্যার পরিমাণের) চেয়েও বেশিসংখ্যক গুণাহগারকে আল্লাহ ক্ষমা করে দেন। (তিরমিজি শরিফ, হাদিস: ৭৩৯)।

    শবে বরাতের নফল নামাজ ও ইবাদত

    রাসুলুল্লাহ (সা.) বলেন, যখন শাবানের মধ্য দিবস আসবে, তখন তোমরা রাতে নফল ইবাদত করবে ও দিনে রোজা পালন করবে। (ইবনে মাজাহ)। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ; সুতরাং নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নফল নামাজ। প্রতিটি নফল ইবাদতের জন্য তাজা অজু বা নতুন অজু করা মোস্তাহাব। বিশেষ ইবাদতের জন্য গোসল করাও মোস্তাহাব। ইবাদতের জন্য দিন অপেক্ষা রাত শ্রেয়তর।

    হজরত আলী (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেছেন, ১৪ শাবান দিবাগত রাত যখন আসে, তখন তোমরা এ রাতটি ইবাদত-বন্দেগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো; কেননা, এদিন সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন; কোনো ক্ষমাপ্রার্থী আছ কি? আমি ক্ষমা করব; কোনো রিজিকপ্রার্থী আছ কি? আমি রিজিক দেব; আছ কি কোনো বিপদগ্রস্ত? আমি উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন। (ইবনে মাজাহ, হাদিস: ১৩৮৪)।

    শবে বরাতের নামাজের নিয়ত

    নাওয়াইতুআন্ উছল্লিয়া লিল্লা-হি তাআ-লা- রাকআতাই ছালা-তি লাইলাতিল বারা-তিন্ -নাফলি, মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল্ কাবাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার।

    মধ্য শাবানের নফল রোজা : রাসুলুল্লাহ (সা.) বলেন, যখন শাবানের মধ্য দিবস আসে, তখন তোমরা রাতে নফল ইবাদত করো ও দিনে রোজা পালন করো। (সুনানে ইবনে মাজাহ)। এ ছাড়া প্রতি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ আইয়ামে বিজ-এর নফল রোজা তো রয়েছেই। যা আদি পিতা হজরত আদম (আ.) পালন করেছিলেন এবং আমাদের প্রিয় নবী (সা.)–ও পালন করতেন; যা মূলত সুন্নত।

    সুতরাং তিনটি রোজা রাখলেও শবে বরাতের রোজা এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। বিখ্যাত মুহাদ্দিস ফকিহ হাফিজ ইবনে রজব (রা.) বলেন, এদিনের রোজা আইয়ামে বিজ, অর্থাৎ চান্দ্রমাসের ১৩, ১৪ ও ১৫ তারিখের রোজার অন্তর্ভুক্ত। (লাতায়িফুল মাআরিফ, পৃষ্ঠা ১৫১)।

    এ ছাড়া মাসের প্রথম তারিখ, মধ্য তারিখ ও শেষ তারিখ নফল রোজা গুরুত্বপূর্ণ; শবে কদরের রোজা এর আওতায়ও পড়ে। সওমে দাউদি বা হজরত দাউদ (আ.)-এর পদ্ধতিতে এক দিন পর এক দিন রোজা পালন করলেও সর্বোপরি প্রতিটি বিজোড় তারিখ রোজা হয়; এবং শবে কদরের রোজা এর শামিল হয়ে যায়।

    সর্বোপরি রাসুলুল্লাহ (সা.) রমজান মাসের পর রজব ও শাবান মাসে বেশি নফল নামাজ ও নফল রোজা পালন করতেন; শাবান মাসে কখনো ১০টি, কখনো ১৫টি, কখনো ২০টি নফল রোজা, কখনো আরও বেশি রাখতেন। এমনকি উম্মুহাতুল মোমেনিন বা মোমিন মাতাগণ বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ (সা.) এভাবে নফল রোজা রাখা শুরু করতেন মনে হতো তিনি আর কখনো রোজা ছাড়বেন না। (মুসলিম)।

    শবে বরাতে করণীয় ও বর্জনীয়

    শবে বরাতে যা করা উচিত

    • (ক) নফল নামাজ [১] তাহিয়্যাতুল অজু, [২] দুখুলিল মাসজিদ, [৩] আউওয়াবিন, [৪] তাহাজ্জুদ, [৫] ছলাতুত তাসবিহ [৬] তাওবার নামাজ, [৭] ছলাতুল হাজাত, [৮] ছলাতুশ শোকর ও অন্যান্য নফল ইত্যাদি পড়া।
    • (খ) নামাজে কিরাআত ও রুকু-সেজদা দীর্ঘ করা।
    • (গ) পরের দিন নফল রোজা রাখা;
    • (ঘ) কোরআন শরিফ [১] সুরা দুখান ও [২] অন্যান্য ফজিলতের সুরাসমূহ তিলাওয়াত করা;
    • (ঙ) দরুদ শরিফ বেশি বেশি পড়া;
    • (চ) তাওবা-ইস্তিগফার অধিক পরিমাণে করা;
    • (ছ) দোয়া-কালাম, তাসবিহ তাহলিল, জিকির-আসকার ইত্যাদি করা;
    • (জ) কবর জিয়ারত করা;
    • (ঝ) নিজের জন্য, পিতা-মাতার জন্য, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও সকল মোমিন মুসলমানের জন্য ক্ষমাপ্রার্থনা করা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা।

    যা যা করা উচিত নয়

    • (১) আতশবাজি, পটকা ফোটানো
    • (২) ইবাদত-বন্দেগি বাদ দিয়ে বেহুদা ঘোরাফেরা করা
    • (৩) অনাকাঙ্ক্ষিত আনন্দ-উল্লাস করা
    • (৪) অযথা কথাবার্তা ও বেপরোয়া আচরণ করা
    • (৫) অন্য কারও ইবাদতের বা ঘুমের বিঘ্ন ঘটানো
    • (৭) হালুয়া-রুটি বা খাওয়া-দাওয়ার পেছনে বেশি সময় নষ্ট করে ইবাদত থেকে গাফিল থাকা।

    শবে বরাত ও হালুয়া-রুটি!

    শবে বরাতের সঙ্গে হালুয়া-রুটির একটি প্রচলন পরিলক্ষিত হয়। হালুয়া আরবি শব্দ, অর্থ হলো মিষ্টি বা মিষ্টান্ন। রাসুলুল্লাহ (সা.) মিষ্টি পছন্দ করতেন, এ কথা সুবিদিত; তিনি গোশত পছন্দ করতেন, তা-ও অবিদিত নয়। যা-ই হোক শবে বরাত হলো ইবাদতের রাত, দান-খয়রাত করা ও মানুষকে খাওয়ানো একপ্রকার ইবাদত; তবে এই দিন ও রাতকে হালুয়া-রুটিতে পরিণত করে ইবাদত থেকে গাফেল হওয়া বুদ্ধিমানের কাজ নয়। তেমনি হালুয়া-রুটির ওপর ফতোয়া প্রদানও প্রজ্ঞাপ্রসূত নয়।

    বাংলাদেশে শবে বরাত কবে ২০২৩?

    পবিত্র শবে বরাত পালিত হবে ৭ মার্চ দিবাগত রাতে আর সরকারি ছুটি থাকবে ৮ মার্চ ২০২৩ তারিখ বুধবার।

    আরো পড়ুন >>
    * নামাজের দোয়া ও সূরা (বাংলা অনুবাদসহ)
    * সহজ নামাজ শিক্ষা

    salat shab e barat shabe barat নামাজ নামাজের নিয়ম শবে বরাত সালাত
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    শবে কদরের দোয়া, নামাজের নিয়ম, ফজিলত ও করণীয়

    March 21, 2025

    ঈদের নামাজের নিয়ম ও নিয়ত (বাংলায় আরবি উচ্চারণ)

    July 7, 2024

    শবে বরাতের নামাজের নিয়ম, নিয়ত, দোয়া, ফজিলত ও করণীয়-বর্জনীয় [কত তারিখে ২০২৩]

    July 7, 2024
    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক খবর
    ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন ২০২৫ : ১৭ ও ২৪ মে স্কুল কলেজ খোলা
    May 8, 2025
    পাক-ভারত যুদ্ধের প্রথম রাতেই ৫টি ভারতীয় বিমান ভূপাতিত করেছে পাকিস্তান
    May 7, 2025
    পাকিস্তান-ভারত যুদ্ধ শুরু, পাকিস্তানের ৩ শহরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা
    May 7, 2025
    এসএসসি হিসাববিজ্ঞান প্রশ্ন সমাধান ২০২৩ PDF | সব বোর্ডের MCQ উত্তর ১০০% সঠিক
    May 7, 2025
    খাদ্য অধিদপ্তরে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
    May 6, 2025
    খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রশ্ন সমাধান ২০২৩ : উপ-খাদ্য পরিদর্শক পদের প্রশ্ন ব্যাংক
    May 6, 2025
    এসএসসি হিসাববিজ্ঞান সাজেশন ২০২৬ pdf | গুরুত্বপূর্ণ MCQ ও সৃজনশীল প্রশ্ন + উত্তর | সব বোর্ড
    May 6, 2025
    খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সাজেশন ও সিলেবাস ২০২৫
    May 6, 2025
    ১০ম শ্রেণির বার্ষিক পরীক্ষার সিলেবাস pdf
    May 6, 2025
    নাম্বার সহ এইচএসসি মার্কশিট ডাউনলোড pdf [HSC marksheet download 2023]
    May 6, 2025
    Edu Daily 24 © 2025 . Dhaka, Bangladesh. Email: info@edudaily24.com.
    • About
    • Contact
    • CCPA
    • Copyright
    • DMCA
    • Disclaimer
    • Terms
    • Privacy

    Type above and press Enter to search. Press Esc to cancel.