শবে বরাত ২৯ মার্চ, রমজান ১৩ বা ১৪ এপ্রিল

Rate this post

পবিত্র শবে বরাত ২৯ মার্চ, রমজান ১৩ বা ১৪ এপ্রিল ২০২১ তারিখ থেকে শুরু হবে বলে জানিয়েছে ইসলামী ফাউন্ডেশন। দেশের আকাশে কোথাও ১৪ মার্চ (রবিবার) পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। তাই ২৯ মার্চ ২০২১ (সোমবার) দিবাগত রাতে লাইলাতুল বরাত বা শবে বরাত পালিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়েছে।

শবে বরাত উপলক্ষ্যে ঐ দিন রাতে মুসলিমরা নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটান। এ কারণে শবে বরাতের পরের দিন সরকারি ছুটি নির্ধারণ করা হয়। সেই হিসেবে সরকারি ছুটি হবে ৩০ মার্চ ২০২‌১ তারিখে।

রমজান ১৩ বা ১৪ এপ্রিল ২০২১ :

শবে বরাতের দিন থেকে পরবর্তী ১৪-১৫ দিন পর শুরু হয় রমজান মাস। সেই হিসেব অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে রমজান শুরু হবে ১৩ বা ১৪ এপ্রিল থেকে। শাওয়াল মাস ২৯ দিনে শেষ হলে রমজান শুরু হবে ১৩ এপ্রিল আর ৩০ দিন পূর্ণ হলে ১৪ এপ্রিল থেকে রোজা শুরু হবে।

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *