ইনডেক্সধারী শিক্ষকদের এমপিওভুক্তির জন্য তথ্য প্রেরণের বিজ্ঞপ্তি
কারিগরি/মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে শিক্ষাপ্রতিষ্ঠানে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষক/কর্মচারিদের এমপিওভুক্তির জন্য তথ্য প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
মাদরাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিও ডাটাবেস ভিন্ন। তাই আগে মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষকদের ইনডেক্সের তথ্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ডাটাবেসে ছিল না। এই সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া হয়েছে। মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কর্মস্থল পরিবর্তন করা ইনডেক্সধারী শিক্ষকদের এমপিও জটিলতা নিরসনের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। তাদের তথ্য স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও ডাটাবেসে অন্তর্ভুক্ত করা হবে।
বিভিন্ন মাদরাসা ও বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানের ইনডেক্সধারী শিক্ষকরা স্কুল-কলেজে যোগদান করেও এমপিওভুক্ত হতে পারছেন না দীর্ঘদিন ধরে। এই উদ্যোগের ফলে সমস্যার সমাধান হবে। আগের ইনডেক্স দিয়ে স্কুল-কলেজে নিয়োগ পাওয়া শিক্ষকদের এমপিওভুক্ত করতে তথ্য চেয়ে ১৬ জুলাই ২০২০ শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
তথ্য পাঠাতে স্কুল-কলেজগুলোর প্রধানদের একটি নির্ধারিত ছক পাঠানো হয়েছে। এতে শিক্ষকদের নাম, জন্মতারিখ, ইনডেক্স নম্বর, আগের প্রতিষ্ঠান ইআইআইএন নম্বর এবং নাম এবং বর্তমান প্রতিষ্ঠান ইআইআইএন এবং নাম পূরণ করে এক্সেল এবং পিডিএফ ফরমেটে ইমেইলের অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে প্রতিষ্ঠানে প্রধানদের। আগামী ২৩ জুলাইয় ২০২০ তারিখের মধ্যে ইমেইলে (info.mpo.dshe@gmail.com) এসব তথ্য পাঠাতে হবে।