ষষ্ঠ থেকে নবম শ্রেণির এসাইনমেন্ট সাময়িক স্থগিত ২০২১


এডু ডেইলি ২৪ প্রকাশ: এপ্রিল ২৪, ২০২১, ১১:৪৬ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩৮ অপরাহ্ন /
ষষ্ঠ থেকে নবম শ্রেণির এসাইনমেন্ট সাময়িক স্থগিত ২০২১

করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণির এসাইনমেন্ট কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম স্থগিত থাকবে।

২৩ এপ্রিল ২০২১ (শুক্রবার) এই সংক্রান্ত আদেশ জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর আগে গত ১১ এপ্রিল পর্যন্ত এসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করার নোটিশ দেয়া হয়েছিল।

সর্বশেষ আদেশে বলা হয়েছে, ‘দেশে করোনাভাইরাস মহামারির বিদ্যমান পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রদান কার্যক্রম সাময়িক স্থগিত করা হলো’।

গত বছর দেশে করোনা সংক্রমণের পর থেকে বন্ধ থাকায় মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের এসাইনমেন্ট কার্যক্রম শুরু করা হয়। এ কার্যক্রমে শিক্ষার্থীদের নির্দিষ্ট বিষয়ের ওপর লিখে শ্রেণিশিক্ষকের কাছে জমা দিতে হতো। শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে না পারায় পরীক্ষার পরিবর্তে এসাইনমেন্টের ওপর মূল্যায়ন করে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উন্নীত করা হয়।

চলতি শিক্ষাবর্ষ এ কার্যক্রম শুরু করা হয়। কিন্তু করোনা মহামারি প্রকট আকার ধারণ করায় অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হলো।

Rate this post