সরকারি স্কুলে ভর্তি কার্যক্রম শুরু ১৮ ডিসেম্বর

সরকারি স্কুলে ভর্তি কার্যক্রম শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে। যেসব শিক্ষার্থী লটারি ফলাফলের মাধ্যমে সরকারি স্কুলে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে, তাদের (মেরিট লিস্ট) ভর্তি কার্যক্রম ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।

অপেক্ষমান তালিকা থেকে ভর্তি কার্যক্রম চলবে ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর ২০২১ পর্যন্ত।

লটারির মাধ্যমে ভর্তির ফলাফল ২০২২

★  শিক্ষার্থীর নিজ নিজ User ID এর মাধ্যমে ভর্তি ফলাফল (লটারি) যাচাইয়ের লিংক : https://gsa.teletalk.com.bd/gov/student/result-merit/
★ ১ম ওয়েটিং লিস্ট বা অপেক্ষমান তালিকা পাওয়া যাবে এই লিংকে : https://gsa.teletalk.com.bd/gov/student/result-waiting-1/