১০৮৪ জনকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

বিসিএস শিক্ষা ক্যাডারের ১০৮৪ জনকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেয়া হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বড় ধরনের পদোন্নতি হলো। ২৯ জুন প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

১,০৮৪ জনকে একসঙ্গে ‘সহকারী অধ্যাপক’ থেকে পদোন্নতি দিয়ে ‘সহযোগী অধ্যাপক’ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে আগের পদের দায়িত্ব পালন করে যাবেন।