সেনাবাহিনীর সার্কুলার : ৫৫১ পদে নিয়োগের বিজ্ঞপ্তি-২০২০

সেনাবাহিনীর সার্কুলার বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেনাবাহিনীতে অসামরিক কাজে ৬৮ ক্যাটাগরিতে ৫৫১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ সেপ্টেম্বর ২০২০ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

চাকরির ধরন : স্থায়ী/অস্থায়ী
কাজের ধরন : অসামরিক
প্রার্থীর ধরন : নারী-পুরুষ
পদের ক্যাটাগরি : ৬৮টি
মোট পদ সংখ্যা : ৫৫১ জন
বেতন : ১২তম থেকে ২০তম গ্রেড

আবেদনের নিয়ম: আগ্রহীরা www.army.mil.bd এর মাধ্যমে আবেদনপত্র ও নিয়োগ সম্পর্কে জানতে পারবেন।

সেনাবাহিনীতে অসামরিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি-২০২০ ডাউনলোড করা যাবে এই লিংক থেকে : https://www.army.mil.bd/News-Details/Recruitment-Notice-of-Civilian-Employees-in-Bangladesh-Army–12th-20th-Grade——————————————119