স্কুল কলেজে ক্লাস সপ্তাহে একদিন!

স্কুল কলেজে ক্লাস সপ্তাহে একদিন করে হবে। ৪ সেপ্টেম্বর শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, স্কুল-কলেজ খোলার পর (১২ সেপ্টেম্বর থেকে) প্রাথমিকভাবে সপ্তাহে একদিন ক্লাস করার পরিকল্পনা নেয়া হয়েছে।

শিক্ষা উপমন্ত্রী আরো জানান, স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের ওপর মানসিক চাপের সৃষ্টি হয়েছে। শিক্ষাখাতে বেশ ক্ষতি হয়েছে। তাই অনলাইনে, অফলাইনে ও টেলিভিশনে শিক্ষা কার্যক্রম চালু রাখা হয়েছে। প্রাথমিক, নিম্ন-মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষাসহ সব পর্যায়ে শিক্ষা কার্যক্রম চালু রাখার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, আমরা আশা করছি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী যে সুনির্দিষ্ট তারিখ (১২ সেপ্টেম্বর) দিয়েছেন তারপর থেকে শারীরিক উপস্থিতির মাধ্যমে ক্লাস শুরু করতে পারব। প্রাথমিকভাবে একদিন করে ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা করছি। আপাতত এটাই আমাদের পরিকল্পনা। তবে সেটা পরিবর্তনও হতে পারে।

এর আগে, ৩ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, স্কুল-কলেজ খোলার জন্য আমরা আগেই প্রস্তুতি নিয়েছি। ১২ সেপ্টেম্বর থেকে স্কুল কলেজ খোলার পরিকল্পনা নেয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খুললেও এসাইনমেন্ট প্রক্রিয়া চলমান থাকবে।

Class will be held 1 day of the week