স্কুল খুলবে ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে


এডু ডেইলি ২৪ জানুয়ারি ২৭, ২০২১, ১:৩৪ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩১ অপরাহ্ন
স্কুল খুলবে ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে

স্কুল খুলবে ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে! প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করে৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখের মধ্যে ক্লাস নেয়ার উপযোগী করে তুলতে বলা হয়েছে। আমরা ফেব্রুয়ারির যেকোনো দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছি। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে স্কুল খোলা হবে।’

তিনি আরো জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা হলেও আগের মতো একসঙ্গে সবার ক্লাস নেয়া হবে না। একাধিক শিফট করে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ক্লাস নেয়া হবে। তবে ক্লাস নেয়ার ক্ষেত্রে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। বাকি ক্লাসগুলো সপ্তাহে একদিন করে নিতে নির্দেশনা দেয়া হবে। সব বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেয়া হবে। তবে এক্ষেত্রে পঞ্চম শ্রেণিকে বেশি গুরুত্ব দেয়া হবে বলে।

২৬ জানুয়ারি ২০২১ (মঙ্গলবার) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‌‘স্কুলে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নিয়মিত স্লিপের (বার্ষিক উন্নয়ন বরাদ্দ) অর্থের পরিমাণ বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে। এর জন্য বিভিন্ন সংস্থা এগিয়ে আসতে চাচ্ছে। আমরা আলাপ আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’

>> আরো পড়ুন : স্কুল খোলার গাইডলাইন প্রকাশ : https://edudaily24.com/28008/

Rate this post

Leave a Reply

BD Results App