৪৩তম বিসিএস : পরীক্ষা শেষ না হলেও আবেদন করা যাবে
এই মূহুর্তে পরীক্ষা শেষ না হলেও ৪৩তম বিসিএসে আবেদন করা যাবে। তবে আবেদনের শেষ তারিখের মধ্যে আবেদনকারীর সব বিষয়ের লিখিত পরীক্ষা শেষ হতে হবে।
৪৩তম বিসিএসে আবেদনের শর্তের ক্ষেত্রে এই সংশোধনী এনেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
সংশোধনীতে বলা হয়, অনার্সের সব বিষয়ের লিখিত পরীক্ষা শেষ না হলেও অ্যাপেয়ার্ড পরীক্ষার্থী হিসেবে ৪৩তম বিসিএসে আবেদন করা যাবে।
এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
৪৩তম বিসিএস আবেদনের শেষ তারিখ ৩১ মার্চ ২০২১।
উল্লেখ্য, গত বছরের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ১.০ (বিশেষ নির্দেশনা)–এর উপ–অনুচ্ছেদ ১.৩ (অবতীর্ণ প্রার্থীর যোগ্যতা) সংশোধন করা হয়েছে।