৪৪ তম বিসিএস লিখিত পরীক্ষার সিট প্ল্যান ২০২২

৪৪ তম বিসিএস লিখিত পরীক্ষার সিট প্ল্যান (আসন বিন্যাস) প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ২৬ ডিসেম্বর ২০২২ তারিখে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd) এই আসনবিন্যাস প্রকাশ করা হয়।

৪৪তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবশ্যিক বিষয়ের পরীক্ষা শেষ হবে ৫ জানুয়ারি।

এর মধ্যে ঢাকায় ৮টি ও বাকি বিভাগগুলোয় ১টি করে কেন্দ্রে আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরি বা পেশাগত ক্যাডারের পদ–সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ৮ জানুয়ারি শুরু হয়ে চলবে ১১ জানুয়ারি পর্যন্ত।

পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ঢাকায় দুটি ও বাকি বিভাগগুলোয় একটি করে কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

৪৪তম বিসিএস পরীক্ষা ২০২২

কর্তৃপক্ষ :সরকারি কর্ম কমিশন (পিএসসি)
পরীক্ষা :৪৪তম বিসিএস
পরীক্ষার ধরন :লিখিত পরীক্ষা
পরীক্ষার নাম্বার :৯০০
লিখিত পরীক্ষা :২৯ ডিসেম্বর ২০২২ থেকে
পরীক্ষার্থী :১৫,৭০৮ জন
পদ / ক্যাডার সংখ্যা : ১,৭১০টি
ওয়েবসাইট :http://www.bpsc.gov.bd
44th bcs written exam 2022

৪৪ তম বিসিএস লিখিত পরীক্ষা সংক্রান্ত নোটিশ

লিখিত পরীক্ষার জন্য নতুন করে প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষার জন্য ব্যবহৃত হবে। লিখিত পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।

পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন, হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেকট্রিক ঘড়ি, বইপুস্তক, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গয়না, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ সামগ্রীসহ কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে ঢুকতে পারবেন না।

৪৪ তম বিসিএসে ক্যাডার সংখ্যা

৪৪তম বিসিএসে মোট ১,৭১০ জন কর্মকর্তা নিয়োগ (সুপারিশ) দেয়া হবে। এর মধ্যে, প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

44th bcs written exam seat plan 2022 pdf