আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের বৈঠক
মেডিকেলে পুনরায় ভর্তি পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেছে স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গণমাধ্যমের খবরে বলা হয়, আজ (সোমবার) রাত ৮টার দিকে শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে রাজধানীর তোপখানা রোডের বিএমএ মিলনায়তনে এ বৈঠক হয়।
শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিও ছিলেন। এ বৈঠকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্যরাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
উল্লেখ্য, বিভিন্ন অভিযোগে গত মাস থেকে মেডিকেলে নতুন করে পরীক্ষার দাবিতে আন্দোলন করছে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের একটি অংশ।