উচ্চমাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন বিভাগ

উচ্চমাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন বিভাগ- ‘ইসলাম শিক্ষা’। এর পাশাপাশি বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান ও সঙ্গীত–এ ৫টি বিভাগও পুনর্বহাল থাকবে।
এছাড়াও সব বিভাগের শিক্ষার্থীদের জন্য ১০০ নম্বরের ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ বিষয়কে বাধ্যতামূলক করা হচ্ছে। উচ্চমাধ্যমিকে শিক্ষাক্রমে এই পরিবর্তনের ফলে চলতি বছর কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ২০১৫ সালে অতিরিক্ত ১০০ নম্বরসহ মোট ১৩০০ নম্বরের পরীক্ষায় অংশ নেবে।
মঙ্গলবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্তৃপক্ষ এ তথ্য জানায়।