১৭ মার্চ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ওড়াতে হবে জাতীয় পতাকা

Rate this post

১৭ মার্চ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ওড়াতে হবে জাতীয় পতাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দেশের ১৭ মার্চ ২০২৩ তারিখ (শুক্রবার) সব সরকারি-বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা ওড়ানোর নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। ১২ মার্চ ২০২৩ তারিখ (রবিবার) এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

যেসব প্রতিষ্ঠানে ওড়াতে হবে জাতীয় পতাকা

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, ‘জাতির পিতার জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আগামী ১৭ মার্চ শুক্রবার সারাদেশে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা উত্তোলিত হবে। ’

১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.