নতুন কোটা বাতিলের প্রজ্ঞাপন ২০২৪ PDF (Quota gazette 2024)

নতুন কোটা বাতিলের প্রজ্ঞাপন ২০২৪ PDF (Quota gazette 2024)

কোটা বাতিলের প্রজ্ঞাপন ২০২৪ (Quota gazette 2024) : সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় সর্বোচ্চ আদালতে সামগ্রিকভাবে বাতিলের পর মঙ্গলবার (২৩ জুলাই) প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

 

কোটা বাতিলের প্রজ্ঞাপন ২০২৪ এ যা বলা হয়েছে

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকার এই মর্মে আদেশ জারি করিতেছে যে, সমতার নীতি ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রজাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থাৎ সরকারি-আধাসরকারি-স্বায়ত্তশাসিত/ আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন করপোরেশনের চাকরিতে/ কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সব গ্রেডে নিম্নরূপে কোটা নির্ধারণ করা হইল:

  • (ক) মেধাভিত্তিক শতকরা ৯৩ শতাংশ
  • (খ) মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য ৫ শতাংশ
  • (গ) ক্ষুদ্র নৃগোষ্ঠী ১ শতাংশ
  • (ঘ) শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ১ শতাংশ।

নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদ সাধারণ মেধাতালিকা থেকে পূরণ করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখার বিগত ৪ঠা অক্টোবর ২০১৮ তারিখের পরিপত্রসহ পূর্বে জারিকৃত ও এ সংক্রান্ত সব পরিপত্র/ প্রজ্ঞাপন/ আদেশ/ নির্দেশ/ অনুশাসন রহিত করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এছাড়া নির্ধারিত কোটায় যোগ্যপ্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদগুলো সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করা হবে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। এ প্রজ্ঞাপনে ২০১৮ সালের ৪ অক্টোবরের চাকরিতে কোটা সংক্রান্ত প্রজ্ঞাপনটি রহিত করা হয়।’

 

Quota gazette 2024 PDF

Qouta reform circular 2024 pdf download link: https://www.dpp.gov.bd/upload_file/gazettes/55136_72383.pdf