এইচএসসি প্রাইভেটে নিবন্ধন ১০ অক্টোবরের মধ্যে

২০১৩ সালের এইচএসসি প্রাইভেট পরীক্ষার্থীদের অনলাইনে নিবন্ধনের সময় বেড়েছে। ঢাকা মাধ্যামিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ থেকে ১০ অক্টোবরের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ই-এসআইএফ পদ্ধতিতে নিবন্ধন করতে হবে এ ওয়েব লিংক থেকে- esif.teletalk.com.bd/extreg । এ কার্যক্রমের জন্য পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে www.dhakaeducationboard.gov.bd-এর ‘ওয়েব মেইল’ থেকে। এ বিষয়ে আরও জানতে বিজ্ঞপ্তি দেখুন এ লিংক থেকে-  http://www.dhakaeducationboard.gov.bd/wp-content/uploads/2012/10/HSC-2013-Private-Reg.-Time-Extend.pdf ।
এর আগে ৪ অক্টোবর পর্যন্ত আগ্রহী শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পায়। ২০০৯ বা তারও আগে এসএসসি উত্তীর্ণরাই ২০১৩ সালের এইচএসসি প্রাইভেট পরীক্ষা দিতে পারবে।