এনটিআরসিএ : ৩৯,৫৩৫টি শূন্যপদে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি


বেসরকারি পর্যায়ে ৩৯,৫৩৫টি শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নির্বন্ধন কতৃপক্ষ বা এনটিআরসিএ। দেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে এসব শিক্ষককে নিয়োগ দেওয়া হবে।
যাদের বয়স গত ১২ জুন ২০১৮ তারিখে ৩৫ অথবা তারও কম এবং ‌’জনবল কাঠামো’ এবং ‘এমপিও নীতিমালা’ অনুযায়ী অন্যান্য শর্ত অনুযায়ী যোগ্য, তারাই এ নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন।

প্রার্থীদের আবেদন প্রক্রিয়া গত ১৯ ডিসেম্বর ২০১৮ তারিখ থেকে অনলাইনে শুরু হয়েছে। আগামী ২ জানুয়ারি ২০১৯ পর্যন্ত আবেদন করা যাবে। প্রত্যেক আবেদনের ক্ষেত্রে নির্ধারিত ফি ১৮০ টাকা জমা দিতে হবে। অনলাইনে আবেদন সাবমিটের পর প্রার্থীদের মোবাইলে এসএমএস-এর মাধ্যমে পরবর্তী করণীয় ও ফি জমার নির্দেশনা জানিয়ে দেওয়া হবে।

বেসরকারি শিক্ষক নির্বন্ধন কতৃপক্ষ বা এনটিআরসিএ - শিক্ষক নিয়োগ
বেসরকারি শিক্ষক নির্বন্ধন কতৃপক্ষ বা এনটিআরসিএ - শিক্ষক নিয়োগ ২০১৮