এবারও জিপিএর ভিত্তিতে একাদশে ভর্তি
গতবারের মতো এবারো (২০১৩-১৪ শিক্ষাবর্ষ) জিপিএর ভিত্তিতে কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া হবে বলে জানা গেছে। এ সংক্রান্ত একটি নীতিমালাও করা হয়েছে। গত বছরের ভর্তির নীতিমালাকে কিছুটা যুগোপযোগী করা হয়েছে চলতি বছরের নীতিমালায়।
খসড়া নীতিমালায় উল্লেখ করা হয়, আগামী ১০ জুনের মধ্যে ভর্তির কার্যক্রম শেষ করা হবে।