এসএসসি পরীক্ষার ফরম পূরণ ফি সর্বোচ্চ ১৮০০ টাকা

২০১৯ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার ফরম পূরণে নির্ধারিত ফির চেয়ে বেশি ফি আদায় না করার ব্যাপারে আজ (বৃহস্পতিবার) নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড-ঢাকা।

ঢাকা শিক্ষা বোর্ডের নির্দেশনামূলক বিজ্ঞপ্তিতে বলা হয়-
# বিজ্ঞান বিভাগের (চতুর্থ বিষয়সহ) ফরম পূরণের ফি সর্বোচ্চ ১,৮০০ টাকা। এর মধ্যে বোর্ড ফি ১,৩৮৫ এবং কেন্দ্র ফি ৪১৫ টাকা।
# ব্যবসায় শিক্ষা বিভাগের (চতুর্থ বিষয়সহ) ফরম পূরণের ফি ১ হাজার ৬৮০ টাকা।
# মানবিক বিভাগের (চতুর্থ বিষয়সহ) ফরম পূরণের ফি ১ হাজার ৬৮০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ফরম পূরণে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা-১৪৭ এবং ক্যারিয়ার শিক্ষা-১৫৬ বিষয়ের পরীক্ষার ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে স্ব স্ব প্রতিষ্ঠানে সম্পন্ন হবে তাই এ বিষয়টির জন্য কোনো বোর্ড ফি দিতে হবে না। তবে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনিয়মিত শিক্ষার্থীদের জন্য এ ২টি বিষয়ের ফি দিতে হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্ধারিত ফি’র অতিরিক্ত ফি আদায় না করার জন্য সব শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষাবোর্ডের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

ssc-2019 form fillup fee
এসএসসি পরীক্ষা-২০১৯ : ফরম পূরণ ফি বিজ্ঞপ্তি

 

# অতিরিক্ত ফি নিলে স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা :

এদিকে, ২০১৯ সালের মাধ্যমিক ও সমমানের (এসএসসি) পরীক্ষার ফরম পূরণে বাড়তি টাকা নিলেই ওই সব স্কুলের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ওই সব স্কুলে অভিযান চালাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কোনো স্কুলে বাড়তি ফি নিলে দুদকের হটলাইনে (১০৬) অভিযোগ দেয়ার পরামর্শ দেওয়া হয়েছে