এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ
৯ মে প্রকাশিত হয়েছে ২০১৩ সালের এসএসসি পরীক্ষার ফলাফল। যারা কাঙ্খিত ফলাফল পায়নি, তারা চাইলে এসএসসির উত্তরপত্র যাচাইয়ের জন্য এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ করতে পারবে।
পুনঃনিরীক্ষণ করা যাবে মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে, ‘টেলিটক’ সংযোগ থেকে। এসএমএস করতে হবে ১০ মে থেকে ১৬ মে ২০১৩ তারিখের মধ্যে।
আবেদন করতে মুঠোফোনের ম্যাসেজ অপশনে গিয়ে RSC লিখে দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে দিয়ে রোল নম্বর লিখে দিয়ে Subject Code লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। এক্ষেত্রে প্রতিটি বিষয়ে এবং প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা হারে ফি প্রযোজ্য হবে।
ফিরতি SMS এ আবেদন ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি PIN number প্রদান করা হবে। আবেদনে সম্মত থাকলে Message অপশনে গিয়ে RSC লিখে দিয়ে YES লিখে PIN number লিখে দিয়ে contact number লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।
যে সকল বিষয়ের ২ টি পত্র (বাংলা, ইংরেজি) রয়েছে সে সকল বিষয়ে একটি সাবজেক্ট কোড (বাংলার জন্য 101, ইংরেজির জন্য 107) এর বিপরীতে দুটি পত্রের আবেদন বলে গণ্য করা হবে এবং আবেদন ফি হিসেবে ২৫০ টাকা প্রযোজ্য হবে।
একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের আবেদন করা যাবে। এক্ষেত্রে সাবজেক্ট কোড পর্যায়ক্রমে কমা (,) দিয়ে লিখতে হবে।