এসএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক গাইডলাইন-২০১৯
২০১৯ সালের এসএসসি পরীক্ষায় ভালো করার পরামর্শ, দিকনির্দেশনা ও বইয়ের গুরুত্বপূর্ণ টপিকস সম্বলিত ১৬ পৃষ্ঠার গাইডলাইন প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় পত্রিকা দৈনিক কালের কণ্ঠ। ‘এসএসসি প্রস্তুতি সংখ্যা-২০১৯’ শিরোনামে এই গাইডলাইনে রয়েছে-
♦ বিষয়ভিত্তিক পরামর্শ
♦ সৃজনশীলে ঠিকঠাক উত্তর করার নিয়ম
♦ পরীক্ষায় ভালো করার টিপস
♦ বইয়ের গুরুত্বপূর্ণ টপিক
১৬ পৃষ্ঠার গাইডলাইনটি PDF ফরমেটে ডাউনলোড করতে ক্লিক করুন : https://edudaily24.com/wp-content/uploads/2019/01/SSC-magazine-Kaler-Kantho-2019.pdf
শিক্ষা বোর্ডের বিশেষ নির্দেশনা :
♦ পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে আসন নিতে হবে।
♦ প্রতিটি বিষয়ের ক্ষেত্রে আগে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) অংশের পরীক্ষা হবে। উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
♦ ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে নম্বর দেওয়া হবে। ব্যাবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর সংশ্লিষ্ট কেন্দ্র বোর্ডের ওয়েবসাইটে প্রেরণ করবে।
♦ পরীক্ষার্থীরা নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে তার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থায়ই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
♦ পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহু নির্বাচনী ও ব্যাবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।
♦ কোনো পরীক্ষার্থীর পরীক্ষা [সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহু নির্বাচনী ও ব্যাবহারিক] নিজ বিদ্যালয়ে/প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসনবিন্যাস করা হবে।
♦ পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
♦ কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন আনতে ও ব্যবহার করতে পারবে না।
♦ ব্যাবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্র/ভেন্যুতে অনুষ্ঠিত হবে। শুধু বেসিক ট্রেড বিষয়ের ব্যাবহারিক পরীক্ষা নিজ নিজ প্রশিক্ষণকেন্দ্রে অনুষ্ঠিত হবে।
সৃজনশীল প্রশ্নের কাঠামো :
♦ গণিত ও হিসাববিজ্ঞান ছাড়া বাকি সব বিষয়েরই সৃজনশীলের (লিখিত) প্রতিটি প্রশ্ন ৪টি অংশে থাকে—
(ক) জ্ঞানমূলক (মান ১)
(খ) অনুধাবনমূলক (মান ২)
(গ) প্রয়োগমূলক (মান ৩) এবং
(ঘ) উচ্চতর দক্ষতামূলক (৪)।
♦ গণিত ও হিসাববিজ্ঞানের প্রতিটি সৃজনশীল প্রশ্নের তিনটি অংশ—ক, খ, গ (২+৪+৪)।
পরীক্ষার নির্ধারিত সময় :
♦ বহু নির্বাচনী প্রশ্নপত্রের ক্ষেত্রে ৩০ নম্বরের পরীক্ষায় ৩০ মিনিট; ২৫ নম্বরের পরীক্ষায় ২৫ মিনিট সময় বরাদ্দ থাকবে।
♦ সৃজনশীল/লিখিত/বর্ণনামূলক প্রশ্নপত্রের ক্ষেত্রে ৭০ নম্বরের পরীক্ষায় ২ ঘণ্টা ৩০ মিনিট; ৫০ নম্বরের পরীক্ষায় ২ ঘণ্টা ৩৫ মিনিট সময় বরাদ্দ থাকবে।