ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি-৬

বাংলা
১। কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস-তাড়িত বাতাস মুখের কোথাও না কোথাও বাধা পায়?
ক. ব্যঞ্জনধ্বনি
খ. স্বরধ্বনি
গ. যৌগিক স্বরধ্বনি
ঘ. মৌলিক স্বরধ্বনি
২। কোনগুলো স্পর্শ ধ্বনি?
ক. অ, আ, ই, উ
খ. শ, ষ, স, হ
গ. ক, চ, ট, ত, প
ঘ. য, র, ল, ব
৩। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক. ব্যঞ্জনবর্ণ খ. ব্যঞ্জন
গ. কার ঘ. ফলা
৪। ‘অ’ বা ‘আ’ ধ্বনির সঙ্গে ‘ই’ বা ‘ঈ’ ধ্বনি মিলে কি হয়-
ক. আ-ধ্বনি হয়
খ. ও-ধ্বনি হয়
গ. ঈ-ধ্বনি হয়
ঘ. এ-ধ্বনি হয়
৫। অতীতকালে যে ক্রিয়া সাধারণত অভ্যস্থতা অর্থে ব্যবহৃত হয়, তাকে কোন কাল বলা হয়?
ক. নিত্যবৃত্ত অতীত
খ. পুরাঘটিত অতীত
গ. ঘটমান অতীত
ঘ. সাধারণ অতীত
৬। ধ্বনাত্মক অব্যয়ের উদাহরণ কোনটি?
ক. ধীরে ধীরে খ. কড়কড়
খ. আস্তে আস্তে গ. মরি মরি
৭। কোন বাক্যটি অশুদ্ধ?
ক. আমটি আমি খাব পেড়ে
খ. গরু নিরীহ প্রাণী
খ. সব বালকেরা দুষ্ট নয়
ঘ. ছেলেটি স্কুলে যাচ্ছে
৮। পুরুষ মানে-
ক. সংখ্যার ধারণা
খ. স্ত্রী-পুরুষের ধারণা
গ. আমি, তুমি, সে- এ ধারণা
ঘ. ক্রিয়ার কালের ধারণা
৯। পাছে লোক কিছু বলে- ‘লোকে’ কোন কারক?
ক. সমপ্রদান খ. কর্ম
গ. কর্তৃ গ. অপাদান
১০। পারিবারিক পদবি অনুসারে মাদার তেরেসার নাম কী ছিল?
ক. অ্যাগনেস নিকোলাস বোজাঝিউ
খ. অ্যাগনেস গোনজা বোঝাঝিউ
গ. অ্যাগুইনাস গোনজা বোজাঝিউ
ঘ. অ্যাগুইনাস নিকোলাস বোজাঝিউ
১১। ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতা কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? ক. পাখির কাছে ফুলের কাছে
খ. একচক্ষু পাখি গ. সোনালি কাবিন
ঘ. মিথ্যাবাদী রাখাল
১২। মাদার তেরেসার কাজের পরিমাণ ক্রমাগত বেড়ে যাওয়ার কারণ কী ছিল?
ক. সহায়-সম্বলহীন মানুষের সংখ্যা বেড়ে যাওয়া
খ. অনেক মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া
গ. সরকারি অনুদান পাওয়া
ঘ. মানুষের রোগ-ব্যাধি বৃদ্ধি পাওয়া
১৩। কবি শামসুর রাহমানের মৃত্যু সাল কোনটি?
ক. ২০০৪ খ. ২০০৫
গ. ২০০৬ ঘ. ২০০৭
১৪। রবীন্দ্রনাথকে কিভাবে সহজে শনাক্ত করা যায়?
ক. যুবক বয়সের ছবি দেখে
খ. হাতের লাঠি দেখে
গ. হাতে কবিতার বই দেখে
ঘ. দাড়ি দেখে
১৫। বালির ওপর ইচ্ছামত আঁকছে কে?
ক. বৃদ্ধরা খ. যুবকেরা
গ. বালকেরা ঘ. শিশুরা
১৬। ‘বাঁচতে দাও’ কবিতায় কোন মাঝির কথা বলা হয়েছে?
ক. করিম খ. অনিল
গ. কাজল ঘ. সুজন
১৭। ‘বাঁচতে দাও’ কবিতাটি কোন ধরনের কবিতা?
ক. বিদ্রোহের কবিতা খ. ব্যঙ্গাত্মক কবিতা
গ. প্রকৃতিক কবিতা
ঘ. বিয়োগাত্মক কবিতা
১৮। শিশুর সুস্থ বিকাশের জন্য সহায়ক কোনটি?
ক. গ্রামীণ পরিবেশ
খ. শহুরে পরিবেশ
গ. প্রযুক্তিনির্ভর পরিবেশ
ঘ. আধুনিক পরিবেশ
১৯। প্রাকৃতিকভাবে অন্ধকারে আলো তৈরি করতে পারে কোন পোকা?
ক. জোনাক পোকা
খ. গুবরে পোক
খ. ঘাস ফড়িং
ঘ. মাছি
২০। নির্মোক কাকে বলে?
ক. পাখির ডাককে
খ. হরিণের চিৎকারকে
গ. সাপের খোলসকে
ঘ. হরিণের চামড়াকে
২১। নিচের কোন বাক্যে ক্রিয়া বিশেষণের দ্বিরুক্তি হয়েছে?
ক. ‘ঘুমিয়ে ঘুমিয়ে’ শুনলে কিভাবে?
খ. ‘ডেকে ডেকে’ হয়রান হয়েছি।
গ. ভয়ে গা ‘ছম ছম’ করছে।
ঘ. বৃষ্টি পড়ে ‘টাপুর টুপুর’।
২২। ‘বই’ শব্দটি নিচের কোন জাতীয় বিশেষ্য?
ক. জাতিবাচক খ. সংজ্ঞাবাচক
গ. সমষ্টিবাচক ঘ. দ্রব্যবাচক
২৩। ‘প্রৌঢ়’-র সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. প্রো+উড় খ. প্রৌ+উড়
গ. প্র+ঊড় ঘ. প্র+উড়
২৪। ‘মহৌষধ’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. মহা+ওষধ খ. মহা+ঔষধ
গ. মহা+ওষুধ ঘ. মহো+ঔষধ
২৫। সাধু ভাষার প্রধান বৈশিষ্ট্য কী?
ক. পরিবর্তনশীল ও প্রাঞ্জল
খ. কৃত্রিমতাবর্জিত ও প্রাঞ্জল
গ. অপরিবর্তিত ও সুনির্দিষ্ট
ঘ. মিশ্র ও শ্রুতিমধুর
২৬। ‘সিংহ বনে থাকে’-এখানে ‘সিংহ’ কোন বচনে ব্যবহৃত?
ক. বহুবচনে খ. এক বচনে
গ. দ্বিবচনে ঘ. ত্রিবচনে
২৭। ‘তিনি চোখে দেখেন না’- এখানে ‘চোখে’ কোন কারক?
ক. অধিকরণ কারক
খ. অপাদান কারক
গ. করণ কারক
ঘ. সমপ্রদান কারক
২৮। ‘পৃথিবী’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. মেদিনী খ. বিনতী
গ. যামিনী ঘ. শৈল
২৯। কোন বানানটি শুদ্ধ?
ক. অতীথি খ. অতীথী
গ. অতিথী ঘ. অতিথি
৩০। সিংহের ডাক-
ক. নাদ খ. হুট
গ. হুঙ্কার ঘ. হালুস
৩১। কোনটির স্ত্রীবাচক শব্দ বিশেষ নিয়মে গঠিত?
ক. অধ্যাপক খ. বালিকা
গ. সম্রাট ঘ. ছাত্র
৩২। ‘ডাল-ভাত’ কেমন অর্থের শব্দযোগে দ্বিরুক্ত হয়েছে?
ক. সমার্থক
খ. মিলনার্থক
গ. বিপরীতার্থক
ঘ. ভিন্নার্থক
৩৩। এক-এর সাথে টা, টি যুক্ত হলে কি বোঝায়?
ক. নির্দিষ্টতা খ. অনির্দিষ্টতা
গ. পরিমাণ ঘ. সংখ্যা
৩৪। সমপ্রদান কারকে কোন বিভক্তি হয় না?
ক. ১ম খ. ২য়া
গ. ষষ্ঠী ঘ. ৩য়া
৩৫। সম্বন্ধ ও সম্বোধন পদ কারক নহে। কারণ-
ক. কর্তার সাথে সম্পর্ক থাকে না
খ. ক্রিয়ার সাথে সম্পর্ক থাকে না
গ. বিভক্তিযুক্ত হয় না
ঘ. কর্তা নিজে ক্রিয়া সম্পাদন করে
৩৬। জীবনে উন্নতির শিক্ষার প্রয়োজন অসীম- পক্ষে অথবা বিপক্ষে তোমার যুক্তি দেখাও। ৫
উত্তরগুলো মিলিয়ে নাও
১. ক ২. গ ৩. ঘ ৪. ঘ ৫. ক ৬. ঘ ৭. খ ৮. গ ৯. গ ১০. খ ১১. ক ১২. খ ১৩. গ ১৪. ঘ ১৫. ঘ ১৬. ঘ ১৭. গ ১৮. ক
১৯. ক ২০. গ ২১. ক ২২. খ ২৩. গ ২৪. খ ২৫. গ ২৬. ক ২৭. গ ২৮. ক ২৯. ঘ ৩০. গ ৩১. খ ৩২. খ ৩৩. ক ৩৪. খ ৩৫. ঘ ৩৬. নিজে করো
– মো. আফলাতুন, প্রতিষ্ঠাতা, প্রচেষ্টা ক্যাডেট একাডেমি, আসাদগেট, ঢাকা