খুলনা বিশ্ববিদ্যালয়: ভর্তি পরীক্ষা স্থগিত

খুলনা বিশ্ববিদ্যালয়ে ১০ অক্টোবর অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। গতকাল ভর্তি কমিটির সভায় তিন ডিন উপস্থিত না হওয়ায় ভর্তি কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করার নিয়ে সংশয় দেখা দেওয়ায় আজ (৩ অক্টোবর) দুপুরে এক সিদ্ধান্তে ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানায় খুবি’র রেজিস্ট্রার।
ভর্তি পরীক্ষার পরবর্তী তারিখ পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।