জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু রোববার থেকে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ঈদের ছুটির পর রোববার থেকে ক্লাস শুরু হবে। জবি সূত্র জানায়, রোববার সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা, বিভাগীয় ও প্রশাসনিক দপ্তর খোলা থাকবে।
জবি কর্তৃপক্ষ জানায়, ১৫ আগস্ট পর্যন্ত ছুটি ঘোষণা করা হলেও শুক্র ও শনি সাপ্তাহিক ছুটি থাকায় ক্লাস ও অফিস কার্যক্রম শুরু হবে ১৮ আগস্ট (রোববার) থেকে।
উল্লেখ্য, ৪ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত ছুটি ঘোষণা করে জবি কর্তৃপক্ষ।