জাতীয় বিশ্ববিদ্যালয় : অনার্স ১ম বর্ষ এবং মাস্টার্স শেষ পর্বের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১০ সালের বিবিএ (প্রথম বর্ষ) প্রথম সেমিস্টার, ২০০৯ সালের সিএসই প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার এবং ২০০৮ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ২২টি বিষয়ের ফল (বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, পালি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামী শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ব্যবস্থাপনা, পদার্থবিজ্ঞান, প্রাণরসায়ন, প্রাণিবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি এবং পরিসংখ্যান) গতকাল সোমবার প্রকাশিত হয়েছে।
বিস্তারিত ফলাফল সংশ্লিষ্ট কলেজে পাওয়া যাবে । ২০০৮ সালের মাস্টার্স শেষ পর্বের ফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nu.edu.bd ও ২০১০ সালের বিবিএ (প্রথম বর্ষ) প্রথম সেমিস্টার, ২০০৯ সালের সিএসই প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ফল www.nu.edu.bd/notice ওয়েবসাইট থেকে জানা যাবে বলে জানিয়েছে জনসংযোগ ও প্রকাশন দপ্তর । ২০১০ সালের মাস্টার্স শেষ পর্বের ৩০টি বিষয়ে মোট পরীক্ষার্থী ছিল ৭৩ হাজার ১৯৬ জন।